জানি তুমি অঙ্কে কাঁচা...
তারপরেও বুঝে নিও চাহনির অনুপাত,
কটাক্ষের সমকোণ, সূক্ষ্মকোণ...
ভুরুর বাঁক,
ঠোঁটের জ্যামিতি,
বুঝে নিও দৃষ্টি সরল নাকি বক্ররেখা।
বিন্দু ছুয়েঁ দিয়ে তুমি বৃত্ত একেঁ নিও,
ত্রিভুজের ভরকেন্দ্র,
উপত্যকার ঢাল,
গ্রীবার বাকেঁর উপবৃত্ত।
আকঁ কষে জেনে নিও উড়ন্ত চুমুর গন্তব্য!!
জোয়ার ভাটার হিসেবে বুঝে নিও
অভিমানে কতোখানি টাল খায়
বুকের নদীর গতিপথ,
জলজ গতিবেগে পাড়ের ভাংচুর;
শরীরেরা কতো কাছে এলে আকর্ষণে
ভেংগে পড়ে যৌনকাতর সাকোঁ,
মিলিয়ে নিও নিতম্বের ওঠানামার কম্পাংক।
সম্পর্কের প্রাসাদে সিড়িঁ গুণে
উঠো মনের চিলেকোঠায়,
চাওয়া পাওয়ার মধ্যাকর্ষণ সমীকরণে
ভালোবাসার ওজন বসিয়ে কষে নিও
পতনের ফলাফল।
জানি তুমি অংকে কাচাঁ...
তারপরেও জেনে নিও অপেক্ষা ভালোবাসার ব্যস্তানুপাতিক,
ভালোবাসা শূন্য হলে অপেক্ষা অসীম হয়ে যায়...
পারলে বুঝে নিও ভালোবাসলেই কেবল ১+১ =১ হয়!!
© শিখা রহমান
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০