কোন কোন মৃত্যু
কেবলই হৃৎস্পন্দন বন্ধ নয়,
কোন কোন মৃত্যু আত্মার শবদেহ!!
প্রতিটা জখম বলে দেয়
কতোখানি চোট ছিলো আঘাতে,
বলে দেয় কতোখানি নপুংসক,
কতোটা ভীত সন্ত্রস্ত আততায়ী সব!!
কোন কোন মৃত্যু
জানিয়ে দেয় দমবন্ধের দৈর্ঘ্য,
ডুবুরি জেনেই যায় কতোটা অতলে সে,
এক পশলা বৃষ্টি যেমন
আচমকাই জানিয়ে দেয়,
কতোটা কাদা মেখেছে খোয়াড়ে শুয়োরের দল!!
কোন কোন মৃত্যু দেশলাইকাঠির মতো,
হঠাৎই আলো জ্বেলে বুঝিয়ে দেয় অন্ধকারের পরিমাপ,
পুড়ে নিঃশেষ হয়ে জানিয়ে দেয়
কি প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত চারপাশ!!
কোন কোন মৃত্যু কেবলই মৃত্যু নয়,
কোন কোন মৃত্যু কবর থেকে জেগে ওঠা!!
© শিখা রহমান (৭ই অক্টোবর, ২০১৯)
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৪