ইচ্ছেরা বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছিলো,
সন্ধ্যা হতেই ফিরে আসতো মনের খোঁয়াড়ে।
তেপান্তরের মাঠে সামাজিকতার দেয়াল টপকে
হঠাত আসা এক বন্য ঘোড়া
ইচ্ছেদের শোনালো অরন্যের গল্প,
বন্ধনহীনতার আনন্দ, আর
আকাশের কাব্য।
আজকাল ইচ্ছেরা রাত নামলে
মাঝেসাঝেই বাড়ি ফেরে না।
এলোমেলো ঘুরে বেড়ায় নিষিদ্ধ অলিগলিতে,
পানশালায় মাতালামি করে।
সুযোগ পেলেই ইচ্ছেরা আজকাল জুয়ারী,
বাজি ধরে সর্বস্ব খুব অনায়াসে।
ইদানিং ইচ্ছেরা এমন বেপরোয়া,
বড্ড উদাসীন, স্বেচ্ছাচারী!!
মনের পুলিশ হুলিয়া নিয়ে ঘোরে
উচ্ছৃঙ্খল ইচ্ছেদের খোঁজে।
উড়ন্ত চুমুদের গন্তব্য খুঁজে দেখি
ইচ্ছেরা পোষ মেনেছে অন্য কারো।
বুনো ইচ্ছেদের লাগাম আজ
অন্য কারো হাতে,
আমার ইচ্ছেদের পিঠে ঘোড়সওয়ার
রাজকীয় এক আদিম পুরুষ।
© শিখা রহমান
(ছবিঋণঃ গুগুল)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪