আমি চাইলেই শব্দের মাদল বাজায় সে,
কৃষ্ণচূড়া ফোটে অসময়ে,
সাঁওতাল যুবকের শরীর ভাস্কর্য হয়ে যায়..
শুধু আমি চাইলেই!!
আমি চাইলেই কাদামাটি সে
কুমারটুলীতে সদ্যগড়া আনকোরা পাত্র।
রৌদ্রজ্জ্বল দিনে মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে।
বুকের ক্যানভাসে জলরঙা ছবি
আমি চাইলেই!!
ভাবনার প্রজাপতি সব ডানা মেলে ওড়ে
রঙের বাহারে, স্বপ্নের ঠাস বুননে।
মহুয়ার তৃষ্ণা ঠোঁটের গভীরে
অনন্তকালের ডুব চুপ চুপ,
শুধু দুজনে, নিভৃতে কুজনে।
কবির কল্পনা আমি...
জ্যোৎস্নার মায়া, জলের কাঁপন,
ধূলোগন্ধ ঝড়োয়া বাতাস,
ধুতরাফুল ভালোবাসা।
কবির স্বপ্নবিলাস,
কবিতা আমি,
আমাতেই কবিতার বসবাস...
আমি চাইলেই সে কবি,
আমি এলেই কবিতারা আসে।
আমি ছুঁয়ে যাই তাই সে কবি,
আমিই সেই জীবন্ত কবিতা!!
© শিখা রহমান
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪