ততোদিনে বৃষ্টিও শিখে গেছে ভূগোল
মেঘেরা মেলেছে পরযায়ী ডানা
ততোদিনে ধৈর্য হয়েছে পাথরবাটি
ভাঙচুর জেনে গেছে মানা।
ততোদিনে অরন্যের দাবানল
বরফ শীতল বাগান,
ততোদিনে কথারা মুখোমুখি বসে
ভুলে গেছে সব অভিমান।
ততোদিনে বিস্মৃতির উঠোনে
স্মৃতিদের উচ্ছৃখল এক্কাদোক্কা খেলা,
ততোদিনে ইচ্ছের ইশারাতে
প্রজাপতি ঝিলমিল ডানা মেলা।
ততোদিনে চৌরাস্তার মোড়ে কোলাহল,
অসহ্য ট্রাফিক জ্যাম।
ততোদিনে নিয়নবোর্ডে নতুন মুখেরা সব,
পুরোনোদের ভুলে গেছি নাম।
ততোদিনে রাজনীতি একই আছে,
বদলে গেছে দেয়ালে পোস্টারের মুখ।
ততোদিনে মনখারাপেরা জ্বলে পুড়ে
গিয়েছে শিখে বিরহের সুখ।
ততোদিনে আরোও গোটা কতক
নতুন গান আর নবীন গায়ক।
ততোদিনে হারানো চিঠিরা সব
পেয়ে গেছে ঠিকানা-প্রাপক।
ততোদিনে সোনালী কদম ঝরে গেছে,
নগরীতে কৃষ্ণচূড়ার আগুন,
ততোদিনে সব ঋতু ফিরে গেছে আনমনে,
মনের শহরে থাকে বারোমেসে ফাগুন।
ততোদিনে এগিয়ে গেছে টিকিটবক্সের
লম্বা লাইন, শেষ হয়েছে গল্পগাছা।
ততোদিনে উড়তে গিয়ে কিভাবে যে
নিজের হাতেই তৈরী হলো নিজের খাঁচা।
ততোদিনে বদলে গেছে সমীকরন,
চাওয়া আর পাওয়ার ধরন।
ততোদিনে ছুঁড়ে ফেলা অঙ্কখাতা,
হিসেব যেন পাপের মতোন।
ততোদিনে জ্বর বেড়েছে,
মনের পারদ ঊর্ধ্বগামী।
ততোদিনে জেনে গেছি
তাকেই ভালোবাসি আমি।
© শিখা রহমান
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২