এই মুহূর্তগুলো এমন তীব্র,
যতোক্ষণ তুমি কাছে,
আশেপাশে ছড়িয়ে রেখেছো
তোমার হাসি, শেষ বিকেলের নীলাভ গাল।
যতোক্ষণ তোমার পুরুষালী গন্ধ বাতাসে,
আমি উন্মাতাল।
ওই ঝাকড়া চুলে বন্দী বুকের বাতাস,
আমার বন্দরে দশ নম্বর বিপদ সংকেত!!
তুমি কাছে এলেই সুগন্ধী মোম আমি,
লোডশেডিংয়ের স্বপ্ন দেখি।
এলাচ গন্ধে ভরে ওঠে শরীর,
তুমি কাছে এলেই কাঁপতে থাকে শিখা।
রোদের হলুদ গন্ধ জ্বলে পুড়ে ছাই,
স্ফুটনাংকে আমি
গলে যেতে যেতে ভয়ঙ্কর সুন্দর ভালোবাসি।
তুমি কাছে এলেই খুন হয়ে যাই।
আততায়ী যুবক...
তুমি আসবে বলেই
আত্মহত্যা রেখেছি মুলতুবি।
© শিখা রহমান
(ছবি অন্তর্জালে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮