রোবটকে কখনো জুতা পরে হাঁটতে দেখেছেন? দেখার কথা না, কারণ বেশির ভাগ রোবটের ডিজাইনেই জুতার কোনো বিষয় থাকে না। কিন্তু রোবটও যে জুতা পরে মানুষের মতো হাঁটতে পারে সেটাই করে দেখিয়েছেন একদল বিজ্ঞানী।
রোবটের পায়ে জুতা পরানোর কাজটি করেছেন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক। নাইকির একজোড়া জুতা পরিয়ে রোবটকে ট্রেডমিলের ওপর দিয়ে হাঁটিয়েছেন এই গবেষকরা। এর মাধ্যমে রোবটকে মানুষের মতোই জুতা পরায় অভ্যস্ত করতে চাইছেন গবেষকরা।
জুতা পায়ে হাঁটা এই রোবটের নাম রাখা হয়েছে ‘দুরুস’। আর জুতা পায়ে হাঁটতে গিয়ে যেন রোবটটির সমস্যা না হয় অর্থাৎ জুতো পায়ে শরীরের ভারসাম্য রেখে রোবটটিকে চালানোই ছিল প্রাথমিকভাবে গবেষকদের মূল লক্ষ্য। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
অ্যাডভান্সড মেকানিক্যাল বাইপেডাল এক্সপেরিমেন্টাল রোবটিক্স (অ্যামবার) ল্যাবে রোবটটিকে নিয়ে গবেষণা করছেন গবেষকরা। রোবটটি যেন মানুষের মতো করেই কাজ করতে পারে সেটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
লাইভ সায়েন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষকদলের সদস্য ক্রিস্টিয়ান হুবিকি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমরা চেষ্টা করেছিলাম এমন রোবট তৈরি করতে যা মানুষের মতোই ভারসাম্য রাখতে পারে। আর সে কারণেই মানুষের জুতা পরিয়ে দেওয়া হয়েছে রোবটের পায়ে।’
এর আগে বোস্টন ডায়নামিক্স বেশকিছু রোবট তৈরি করেছিল যেগুলো পাহাড়ি রাস্তায় বা যেকোনো পথে ভারসাম্য রেখে হাঁটতে পারে। পথে কোনো বাধা এলে বা পড়ে গেলে আবার উঠেও দাঁড়াতে পারে। এ ধরনের রোবট দ্বারা ভবিষ্যতে পণ্য আনা-নেওয়া এবং ঘরের কাজ করানো যাবে।
সুত্রঃ http://trickpointbd.com/
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২২