ফোনে ৫০ টাকা ফ্লেক্সি আসলো অতঃপর এক ভদ্রলোকের ফোন।
ভদ্রলোকঃ হ্যালো ।
আমিঃ হুম বলেন।
ভদ্রলোকঃ গতকাল আমি আপনার মোবাইল এ ভুল করে ৫০ টাকা ফ্লেক্সি দিয়েছি।
আমিঃ হুম ৫০ টাকা ফ্লেক্সি পেয়েছি ।
ভদ্রলোকঃ আমার টাকাটা যদি আমার নাম্বারে রিটার্ন করেন তাহলে খুশি হবো।
আমিঃ এই মুহূর্তে আমার পক্ষে আপনার ভুল করে আশা টাকাটা রিটার্ন করা সম্বব না।
ভদ্রলোকঃ কেন? আচ্ছা আপনি কি করেন।
আমিঃ ভাই আমি হোটেল বয় আমার কাজ হচ্ছে হোটেলে কাস্টোমার আসলে খাবার পরিবেশন করা। আমার মাসিক বেতন ২৫০০ টাকা আর বেতনের টাকাটা মাস শেষ না হলে পাবনা সো আপনি যদি অপেক্ষা করেন তাহলে আমি আগামী মাসের ১ তারিখ আপনার টাকাটা রিটার্ন করবো।
ভদ্রলোকঃ ৫০ টাকা দিতে হলে মাস শেষ হতে হবে নাকি? আজকাল সবার সাথেই ৫০০- ১০০০ টাকা থাকে। আপনিও চেষ্টা করে দেখেন পারবেন আশা করি ।
আমিঃ না ভাই কোনভাবেই সম্বব না আমি প্রেম করে বিয়ে করেছি আর আমার ৪ টা মেয়ে সন্তান আছে, মেয়েগুলার লেখাপড়ার খরচ যোগাতেই হিমসিম খাচ্ছি। মোবাইল এ ১০ টাকা লোড দিতে পারিনা আর ৫০ টাকা তো অনেকদূর ।
ভদ্রলোকঃ আচ্ছা ভাই আপনি কোন যায়গায় থাকেন?
আমিঃ আমি কমলগঞ্জে থাকি ।
ভদ্রলোকঃ ভাই এখানের নির্বাচনের অবস্তা কি? আর অমুক ভাইয়ের ফিল্ড কেমন।
আমিঃ ফিল্ড ভাল। আর নির্বাচনের অবস্তা যেমন থাকার কথা তেমনি আছে।
ভদ্রলোকঃ ওহ তাহলে ফাইনালি আপনি আমার টাকাটা দিবেন না।
আমিঃ হুম ১ তারিখের আগে দিতে পারবনা।
ভদ্রলোকঃ অকে তাহলে আমি কাস্টমার কেয়ার থেকে টাকাটা তুলে নিবো।
আমিঃ হুম তুলে নিলে তো ভালই হয় আপনার ৫০ টাকার জন্য আমাকে টেনশন করতে হবেনা। অকে ভাই কাস্টমার আসছে আমি ফোন রাখলাম।
ফোন কেটে দিলাম ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ রাত ৮:১৯