এক নিঃসীম শুন্যতা
----------------------- মোঃ রুহুল আমীন ।
এক নিঃসীম শুন্যতা আজ
আমাকে ঘিরে
কেউ ছুটে বিস্তর সমুদ্র পানে
সফেন তরঙ্গ সনে করবে জলকেলি,
কেউ মেলে দেয় পাখা
শূণ্যে গগনে-
তারায় তারায় হারিয়ে যেতে চায়,
হতে চায় কৈলাসবাসিনী ।
আমি যে বৃহন্নলা-
গহীন অরণ্যে বৃন্দাবনে
আমারে খোঁজেনা কেউ,
পায়না দেখিতে ।
পায়ের নীচে জ্বলন্ত অগ্নিগীরি,
বক্ষ তৃষ্ণায় জ্বল জ্বল ;
মেঘ নেই যে দিবে বৃষ্টির আশ্বাস,
বসন্ত হারায়ে জীবন বিপন্ন উদা্স,
দীর্ঘশ্বাসে উত্তপ্ত পবন বায়ু
পরমায়ু ক্রমহ্রাসমান,
সাঁঝের অনুষ্ণ আবীরে
শুধু স্বপ্নরা করে ভি্ড়,
অস্থির রাত কাটে কন্টকাকীর্ণ
শূণ্য শয্যায়
কাকলীমুখর পুস্পিত এক ঊষার
প্রত্যাশায় ......
এভাবেই যায় দি্ন,
তবু না হারায় বাঁচার আশা ।
বাঁচা কি এতই জরুরী ?
---*---