আমি ছিলাম আকাঙ্ক্ষার কুত্তা।
খাবার দিলে খেয়েছি। হুকুম দিলে পালন করেছি।
কারণ আমি জানতাম হুকুমের সাথে কী-করে দাঁড়াতে হয়, বসতে হয় কিংবা গড়াতে হয়।
আমাকে পোষা হয়েছিল। তৈরি করা হয়েছিল সম্পূর্ণতায়।
এমন-কি যখন স্বপ্ন দেখতাম, দেখতাম গলায় শিকল বাঁধা রয়েছে আমার।
আকাঙ্ক্ষা হচ্ছে এক চর্বিচিহ্ন যুক্ত হাড়।
উত্তাপে সঞ্চালিত দুশ্চরিত্রার গন্ধের মতো।
প্রহার শেষে ফুটে ওঠা আঘাত-চিহ্ন যেমন।
খরগোশ তাড়াতে ছোঁড়া লাঠির মতন।
বছরের পর বছর ধরে শুয়ে থাকি আকাঙ্ক্ষার পায়ের কাছে।
আর শুনতে পাই এই গান, কেউ আমাকে ডাকছে।
লাল শাড়িপরা এক নারী।
বন্দুক হাতে এক লোক।
ফল আর ফুলে পরিপূর্ণ এক টেবিল।
আগুনের শিয়াল, পাথরের পাখি।
তারপর, হঠাৎ সব নাই।
যা অবশিষ্ট ছিল, বৃষ্টি আর বাতাসে মিলিয়ে গেল।
আর আমি আকাঙ্ক্ষারেই শেষ পর্যন্ত অনুসরণ করে গেলাম।
--জয় হারজো
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৫