#
এক দরিদ্র লোক দ্রুত শ্মশানের দিকে যায়
আর এক মৃতদেহকে মিনতি করে বলে: “জেগে ওঠো, বন্ধু, এক
মুহূর্তের জন্য হলেও আমার এই দারিদ্র্যের ভার তুমি নাও তোমার কাঁধে
যেন আমি আজীবন তোমার মৃত-জন্মের সুখ ভোগ করতে পারি।”
কিন্তু, মৃতদেহটি জানতো, মৃত্যু
দারিদ্র্যের চেয়ে শতগুণে ভালো, তাই সে নীরব রইল।
#
সঙ্গম-মুহূর্তে যুবতীর মুক্তোর মালাটি হঠাৎ ছিঁড়ে যায়।
এর মধ্যে এক-তৃতীয়াংশ মুক্তো মেঝেয় গড়িয়ে পড়ে,
এক-পঞ্চমাংশ ছড়ায় বিছানায়,
সে নিজে কুড়িয়ে নেয় এক-ষষ্ঠাংশ,
আর তার প্রেমিক তুলে নেয় এক-দশমাংশ।
যদি মাত্র ছয়টি মুক্তো অবশিষ্ট থাকে সুতোয়,
তবে ওই মালায় সর্বমোট কতোটি মুক্তো ছিল?
**
আদিরসাত্মক সংস্কৃত কবিতা
ভাষান্তর: ঋতো আহমেদ
প্রচ্ছদ: সারাজাত সৌম
প্রকাশক: বেহুলাবাংলা
বইমেলা: স্টল নং ৫২১-৫২২-৫২৩
অনলাইন পরিবেশনা: রকমারি.কম
https://www.rokomari.com/book/208723/adirosattak-sonskrita-kabita
বিনিময় মূল্য: ২৭৫ টাকা
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:০৮