গতকাল পহেলা বৈশাখে সমকামীরা রাজধানীতে প্রকাশ্যে র্যা লি করলো। সকাল ৯.৩০ এর দিকে মঙ্গল শোভাযাত্রার পরে পরেই এই র্যা লি বের করে তারা। র্যা লিটি শাহবাগ থেকে রুপসি বাংলা (সাবেক শেরাটন) হোটেল পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে।
র্যা লিতে সাতটি লাইনে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের পাঞ্জাবি পরিহিত সমকামীরা কাগজের ফুল, পাখি আর বেলুন নিয়ে অংশগ্রহণ করে। র্যা লি শেষে তারা হাতের বেলুন আকাশে উড়িয়ে দেয়। ভিন্ন আয়োজনের ওই র্যা লিটি উপস্থিত জনসাধারণের মধ্যে আগ্রহের সৃষ্ঠি করে।
এর আগে সমকামীদের সংগঠন "রূপবান" তাদের পত্রিকা রূপবান এবং ফেসবুকে রূপবান নামে একটি গ্রুপ খুলে ব্যপক সমালোচনার জন্ম দেয়।
তারা এমনও আশা করে যে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর আদলে 'গে প্রাইড প্যারেড' উদযাপন করবে।
আজ আমাদের ভাবতেও খারাপ লাগে যে আমরা ৮০% মুসলিম এর দেশে বাস করি। এই আমাদের দেশ?
জানিনা ভবিষ্যতে আমাদেরকে আরো কত কি দেখতে হতে পারে। হয়তো একদিন তারা বাংলাদেশের রাস্তায় সমকামী বিয়ের স্বিকৃতীর জন্য বিক্ষোভ করবে, রাস্তা অবরোধ করবে।