আষাঢ় গেল শ্রাবণ গেল আসলো আবার শীত
তোমায় নিয়ে নতুন করে লিখবো আবার গীত।।
প্রাণের পরশী ফাগুন মাসে দিলা মনে আগুন
জ্বল জ্বলাইয়া জ্বলে জ্বলে পুড়ায় আমায় দ্বিগুন।।
বৈশাখেরই ঝড়ের মতো ছিলাম আমি চঞ্চল
সেই আমারে বাঁধলে তুমি দিয়ে প্রেমের ছিকল।।
জ্যৈষ্ঠ মাসের কাষ্ঠ পোড়া রোদে পুড়ে এখন
তোমার বাড়ি সামনে থাকি আমি সারাক্ষণ।।
চৈত্র মাসের মাঠের মতো ফাটে আমার বুক
ঘরের ভিতর থাকো তুমি তোমার বড় সুখ।।
অগ্রহায়নের প্রথম দিকে তোমার নাকি বিয়ে
কার্তিকের অভাব তুমি গেলে আমায় দিয়ে।।
ভাদ্র মাসের বৃষ্টির মতো ঝরে চোখের পানি
আশ্বিনেরই বিরহ কেমন তা তো এখন জানি
ঘুম আসে না তোমায় ভেবে পৌষের বড় শীত
জেগে জেগে নিশি আমি লিখি মাঘের গীত।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৪