এক যুগ হয়ে গেল তোমাকে দেখি না ;
তোমাকে না দেখতে দেখতে তোমার মুখ অচেনা হয়ে যাবে,
তোমার কন্ঠ না শুনতে শুনতে তোমার স্বর অচেনা হয়ে যাবে,
সত্যিই কি তুমি আমার সবচেয়ে অচেনা মানুষটি হতে যাচ্ছো?
সত্যিই কি আমাদের সময়গুলো তুমি ভুলে যাচ্ছো?
তুমিইতো বলেছিলে ব্ল্যাক স্ক্রিনে তুমি আমার শরীরের তরতাজা ঘ্রাণ পাও ;
তুমিই শিখিয়েছিলে -
এক সহস্র কিলোমিটার দূরে থেকেও শুধুমাত্র চোখ বুজলেই কতোটা সহজে কাছে আসা যায়।
তুমি কি আমাকে ভুলে থাকা শেখাচ্ছো?
তোমার জন্য অপেক্ষা করে সাইলেন্ট বিহীন স্যামস্যাং ;
তোমাকে একবার দেখবে বলে সাইন ইন হয়ে থাকে ফেইসবুক আর ভাইবার।
আরো কোন এপ্লিকেশন জানা থাকলে বলে দাও যার মধ্য দিয়ে আমি কেবল তোমাকেই দেখতে পাবো,
আরো কোন ভয়েজ মেইল থাকলে শিখিয়ে দাও ;
জানতে পারবে প্রতিটা মুহূর্তে কতোটা শুকোয় কন্ঠ কেবল তোমার সাথে মুখোর হবে বলে।
এত্তো মানুষ চারদিকে,
তবু কথা বলতে না পারার তৃষ্ণা আমি মেটাতে পারছি না।
আমি আরো কিছুটা জীবন তোমার পাশে বসে কাটিয়ে দিতে চাই,
তোমার ব্যাস্ত ড্রাইভিং,
হারানো গানের সুরে একলা আমিই না হয় ভেসে যাব।
তাই ভেবে দেখো ;
একটা যুগ ধরে আমি তোমাকে দেখি না ।
------------------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫