শ্রেষ্ঠাংশে
জনৈক ছাগরাম
জনৈক ছাগিরাম
ছাগপুত্র আবাইল্লা
ছাগলা
আরও অনেক ছাগ ও ছাগি ।
➤গল্পের শুরুটা এক ছাগুর ছোটবেলা থেকে । ছাগুটি অন্যসব ছাগুর মতই মায়ের দুধ খাইয়া , ঘাস খাইয়া , কাঁঠালপাতা খাইয়া , তিড়িং বিড়িং করিয়া লাফিয়া বড় হইতে লাগল ।
ছাগুটির ছোটবেলা থেকে বড় হয়ে যাওয়ার কিছু দৃশ্য দেখুন ।
➤এইরূপ খাওয়াদাওয়া করিতে করিতে ছাগুটি কিছুদিনের মধ্যেই বাড়িয়া উঠিল এবং এর মধ্যেই তার চরিত্রের মধ্যে নানা রকম দোষ দেখা দিল । এর মধ্যে একটি হল সে একই সাথে কয়েকট ছাগীর সাথে প্রেম করিতে লাগল । আসুন ছাগ ছাগীর প্রেমের কিছু দৃশ্য দেখা যাক ।
তাদের মধ্যে নিম্নরূপ কথাবার্তা হচ্ছে :
ছাগু : জানু তোমার মত ছাগী পেয়ে আমার ছাগজীবন ধন্য ম্যা ম্যা ম্যা
ছাগী : ওলেলে আমার দুষ্টু ছাগু রে , তোমার মত ছাগু পেয়েও আমি খুউব খুশি ।
➤আরেকজনের সাথে প্রেম করার সময় একটি গানের দৃশ্যে :
সব ছাগীরে পার করিতে লাগে আনায় আনা
তোমায় ছাগী পার করিতে লাগে না কোন আনা
ছাগী গো .........আমি প্রেমের ঘাটের ছাগু , প্রেম করিতে পয়সা লাগে না ।
➤একসময় ছাগুর এই লুইচ্চামির কথা সব ছাগী জেনে যায় এবং সবাই একযোগে তাকে ছ্যাঁকা দেয় । এ দু:খে সে রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে থাকে :
ও............... ছাগী তুমি শুনতে কি পাও , এই গান আমার, এই গান আমার । ম্যা: ম্যা : ম্যা
তবে সে ঠিক কোন ছাগীর উদ্দশ্যে গানটা গেয়েছে তা বোধগম্য নয় ।
➤যাহোক এর ভেতর ছাগুটি বিভিন্ন ছাগীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং ছাগীয় মিছিল মিটিং এ অংশ নিতে থাকে ।
➤এরমধ্যে ছাগুর বাবা ছাগুর জন্যে বিবাহ ঠিক করার চিন্তা করেন । ছাগু এবং ছাগুর বাবা মিলে বিয়ের জন্যে ছাগী দেখতে যায় ।
সবকিছু ঠিকঠাক থাকলেও যৌতুকের বনাবনি না হওয়ায় বিয়ে ভেঙ্গে যায় ।
➤ ছাগুটি এরই মধ্যে ছাগীয় রাজনীতির সাথে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়ে । তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তাঘাট অবরোধ করতে থাকে ।
➤এই রকম একটি ছাগীয় আন্দোলনে অংশগ্রহন করতে গিয়ে ছাগুটি অন্য আরও অনেক ছাগুর সাথে অ্যারেস্ট হয় ।
ছাগুটি মনের দু:খে গান গাইতে থাকে । আমি বন্দী কারাগারে । ম্যা: ম্যা: ম্যা : ।
➤ জেল থেকে বের হয়ে ছাগুটি বেশ বলশালী একটা ছাগীকে বিয়ে করে ফেলে ।
ছাগুর বন্ধুরা বিয়ের দিন গান গাইতে থাকে :
আইজ আমরার ছাগু ভাইয়ের বিবাহ হইপ
হ হ বিবাহ হইপ
➤ বিয়ের পর ছাগুটি ছাগীয় আদর্শ এবং ছাগীয় রাজনীতির সাথে পুরোপুরি জড়িয়ে পড়ল । এবং সে সকল মিটিং মিছিল আন্দোলনে অংশগ্রহন করিতে লাগল ।
➤ এমনকি এই ছাগু সহ অন্যসব ছাগুরা ব্যাপকহারে ল্যাদানী শুরু করল ।
➤ তারা যেখানে যায় সেখানেই ল্যাদাইতে লাগিল
➤কিন্তু এইসব ল্যাদানী আর কাহাতক সহ্য করা যায় । তাই একদিন এই ছাগুকে ধরিয়া
➤ কিন্তু তারপরও ছাগুদের কিছুই শিক্ষা হল না । তারা তাদের ছাগীয় রাজনীতি নিয়ে লাফাইতে লাগিল এবং ল্যাদাইতেই লাগিল যেখানে সেখানে ।
➤ তারপর ? তারপর আর কি , যেখানে সেখানে ল্যাদানোর ফল কখনোই ভাল হতে পারে না ।
তাই সব ছাগুদের এই রকম অবস্থা হইল ।
➤ আমাদের নায়ক ছাগরাম একটু বেশি ল্যাদাইছিল তাই তার অবস্থা হল সবথেকে করুণ
ছাগুদের নিয়ে আরেকটি পোস্ট : জনৈক ছাগু ব্লগারের বিপত্তি !!! (রম্যগল্প )