৩০ ডিসেম্বর, ২০১৮, পুরানো বৎসরের শেষ লগ্ন, নতুন বৎসরের হাতছানি। আর আমাদের জাতীয় জীবনে নতুন কোন দুঃস্বপ্ন আর দুঃচিন্তার আমাবস্যা কুযাসা'র চাদরে ঢাকা আরো একটা নতুন বৎসরের আর্ভিভাব। মনে হলেই বুকটা কেঁপে উঠে। কি হচ্ছে দেশে! কি হবে! স্বাধীনতার পর থেকে দেশে কি আদৌ ও ভাল কিছু হচ্ছে! কি আওয়ামিলিগ/ কি বিএনপি/ কি জাতীয় পার্টি/ কি জামা'ত! কেউ কি ভাল কিছু করেছে এই দেশটার জন্য! এক কথায উত্তর- না। দেশটার প্রতি আসলে কারো ভালবাসা থাকলে তো করবে। শুনতে খুব খারাপ লাগবে যদি সেই সত্যিটা বলি-
এই দেশটাকে যে যারা পরিচালনা করবে, তারা যদি সবার আগে নিজের আমলনামাটা দেখেন, তাহলে এক কথায় এদের দেশপ্রেমটা তুলনা করলে চলে " অনেকটা কান্দাপট্রির নটির/বেশ্যার সাথে রাত কাটানোর মতো, যতক্ষন উত্তেজনা থাকবে, ততক্ষন যেমন নটি/বেশ্যার সাথে থাকবে, তারপর আর থাকবেনা, কিন্তু, বাইরে থেকে বোঝাবে- আমার থেকে দেশ প্রেম কার বেশি! পারলে মাইক মেরে প্রচার করবে সেই দেশ প্রেমের কাব্যগান।
নইলে, এই দেশটা ৪৭ বৎসরে কোন...............টা পেয়েছে! দেশ প্রেম যদি কারো থাকে, তবে তা ছিল ভাসানী, বঙ্গ বন্ধু, শহীদ জিয়া, শেরে বাংলার, কাঙ্গালীনি সুফিয়ার। আমি ভোট দিতে বাড়ি যাবো। বাসে/ট্রেনে কষ্টটা কার হবে, যারা নির্বাচন করছে তাদের না আমার একার? অবশ্যই আমার। আমার একজনকেউ যোগ্য ব্যক্তি বলে মনে হয়না। তাহলে কাকে ভোট দেব! নাঁ, ভোটে আমার মতামত প্রকাশের একটা স্বাধীনতা ছিল, সেটাও বাদ করে রাখা হয়েছে, অর্থাৎ আমার মত টাকে পারলে জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আরে আমার ভোটে তোরা টেন্ডারবাজি করিস/তোরা ব্যাংক হ্যাক করিস, তোরা নারী ধর্ষন করিস/তোরা গুম, খুন, ডাকাতী, চোরা কারবারি করিস, আমার বোনের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করিস, আমাকে বেকার বানিয়ে রাখিস, এই তোদের মতো শুয়ারের বাচ্চাদের ভোট দিতে বাধ্য করবি বলেই, আমি বা আমাকে দিয়ে পরোক্ষ ভাবে এসব করাস। তোদের জায়গা জাহান্নাম কি তার থেকে বেশি। আমি এই দাবী ছাড়বোনা।
বড় বড় উড়াল সেতু বানালেই দেশ উন্নয়নের জোয়ারে ভাসেনা। দেশে যেদিন একজন ভিক্ষুক থাকবেনা, সেদিন বুঝে নেব, এই দেশের উন্নয়ন হয়েছে। যেদিন জেল খানা গুলো বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবো, দেশে সু-শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যেদিন বেকার রা শাহবাগে গিয়ে ৩৫ এর জন্য আন্দোলন করবেনা, সেদিন বুঝবো দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের খই ফোটাও। তোমাদের উন্নয়ন দিয়ে আমার .........হবে!
দেশটা না কারোর বাবার সম্পত্তি না/ জা্মাইয়ের সম্পত্তি না/ কোন বদমাশের ভন্ডামীর ফল না। দেশটা আমার/আমাদের ১৮ কোটি বাঙ্গালীর বাংলাদেশ। নির্বাচন করবা, কর। দেশ নিয়া জুয়া খেলবা না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিবো।
আল জাজিরা বলছেনঃ
"......... controversial jailing of former Bangladesh Prime Minister Khaleda Zia and the state persecution of dissent have raised fears that the next parliamentary election could turn into a violent sham"
"It's a government and a political party which believe that they are not accountable to anyone. It's a dangerous sign in a democracy."
ASIF NAZRUL, PROFESSOR DHAKA UNIVERSITY
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭