সামহোয়্যারইন ব্লগ অত্যন্ত জনপ্রিয় একটি ব্লগ সাইট। দেশে্ এবং বিদেশে এর অসংখ্য সদস্য ব্লগার আছেন যারা নিয়মিত এই ব্লগে সময় দিয়ে থাকেন। অনেকের নিকট এই ব্লগ ভিজিট করা একটি নেশার মতো। আর নেশা থেকেই আসে আসক্তি। আজকে আমরা বিশ্লেষণ করবো আপনি এই ব্লগে আসক্ত কিনা। দেখুন নীচের কোনটি আপনার সাথে মিলে যায়। আর কোনোটি মিলে না গেলে মন্তব্যের ঘরে আপনি কীভাবে আসক্ত তা লিখে দিন। আমি পরবর্তীতে তা পোস্টে আপনার নামসহ যুক্ত করে দিব। তাহলে শুরু করা যাকঃ
1. কম্পিউটার খুলে যখন আপনি শুরুতেই সামহোয়্যার.ইন ব্লগ খুলবেন। কার কার নতুন লেখা এসেছে তা পরীক্ষা করবেন।
2. কোন কোন পোস্ট পড়ার পর মন্তব্য করার জন্য হাত নিশপিশ করবে। তখন লগইন করবেন এবং মন্তব্য না করা পর্যন্ত অস্বস্থি বোধ করবেন।
মনে হবে কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল।
3. কম্পিউটারে অন্য কাজ করা অবস্থায়ও একটি ট্যাবে সামহোয়্যার.ইন ব্লগ ওপেন করে রাখবেন এবং একটু পর পর পেজ রিফ্রেশ করবেন নতুন লেখা দেখার জন্য।
4. যখন কোন লেখা পোস্ট করার পর কতজন ব্লগটি দেখেছে, মন্তব্য করেছে ইত্যাদি দেখার জন্য একটু পর পর পোস্টটি দেখতে থাকবেন।
5. যখন আপনি কোন ব্লগে একটি মন্তব্য করেন এবং প্রতি মন্তব্য কি আসে তা দেখার জন্য মাঝে মাঝেই সেই পেজে ভিজিট করেন।
6. যখন কোন কারণে মন খারাপ হলে সামহোয়্যারইনে ঢুকে মনোযোগ সহকারে বিভিন্ন ব্লগ পড়তে থাকেন। বিশেষ করে কবিতা এবং গল্পগুলি।
7. যখন অন্যান্য ব্লগ অপেক্ষা সামহোয়্যারইন ব্লগকেই আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয়।
8. যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আপনাকে ব্লগে পাওয়া যায়।
9. যখন ওপেন করার পর দেখেন ব্লগে লগইন করা আপনার পরিচিত ব্লগারদের মধ্যে আর কে কে আছে?
10. যখন কোন প্রিন্টেড গল্প বা উপন্যাসের বই পড়া অপেক্ষা
সামহোয়্যারইন ব্লগের গল্প পড়তেই আপনার কাছে অধিক ভাল লাগে।
11. যখন তীব্রভাবে আশা করেন আপনার পোস্টটি নির্বাচিত পোস্টে স্থান করে নেবে।
12. যখন তীব্রভাবে আশা করেন আপনার পোস্টটি স্টিকি করা হবে।
13. যখন লগইন অবস্থায় ঢোকার পরও হঠাৎ লগ আউট হয়ে গেলে আপনার তীব্র রাগ লাগে।
14. যখন একাধিক ব্লগের সদস্য হওয়া সত্ত্বেও আপনি সামহোয়্যারইন ব্লগকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেন। এবং এই ব্লগকেই আপনার নিকট শ্রেষ্ঠ বলে মনে হয়।
15. যখন সামহোয়্যারইন ব্লগে লেখা পোস্ট করার জন্য আপনি একটি দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিবেন এবং যে পোস্টটি লিখতে যাচ্ছেন তার উপর বেশ পড়াশুনা করবেন।
16. যখন মন্তব্য করার সময় ধীরস্থিরতা অবলম্বন করবেন এবং একটি ভাল মন্তব্য করার চেষ্টা করবেন।
17. অফিস থেকে বাসায় এসে যখন ঘরের কোন কাজকর্ম না করে কম্পিউটারে সামহোয়্যারইন ব্লগ খুলে বসেন এবং এজন্য নিয়মিত স্ত্রীর কাছে বকা খান।
18. অন্য কোন কাজ করার থেকে সামহোয়্যারইন ব্লগে ব্লগ পড়াকেই আপনার কাছে সবচেয়ে সহজ কাজ বলে মনে হয়।
19. যখন সামহোয়্যার ইন ব্লগের কোন সমালোচনা আপনি সহ্য করতে পারেন না।
20. যখন টেকনিক্যাল সমস্যার কারণে ব্লগে ঢুকতে না পারলে আপনার সারা দিনটাই মাটি হয়ে যায়।
21. যখন আপনি শুধু সামহোয়্যারইন ব্লগের জন্যই ইন্টারনেট ব্যবহার করেন।