E3 হল গেমার এবং প্রধান সব টেক কোম্পানী এর জন্য সবচেয়ে বড় মিলনমেলার একটি ।
প্রতি বছর E3 এর আয়োজন হয়, এবারো হচ্ছে । ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ।
এই দুই দিনে বদলে যাবে আমাদের জানাশোনা প্রযুক্তিগত ধারণা! কিন্তু কিভাবে?
প্রথমত, মাইক্রোসফট নিয়ে আসবে তাদের Xbox One.5 বা Xbox Slim নামের নতুন গেমিং কনসোল! গুজব ছড়িয়ে গেছে যে এটি হবে আগের Xbox One এর তুলনায় স্লিম এবং বেশী জায়গা ধারণকারী । প্রায় ২ টেরাবাইট পরিমান জায়গা থাকবে এতে এবং অত্যন্ত ভাবে ভার্চুয়াল রিয়্যালিটি র জন্য মডিফাইড হবে ।
আরো থাকবে সনির PlayStation 4.5 বা PlayStation 4k! এটি হবে কনসোল গেমার দের জন্য যুগান্তকারী একটি ডিভাইস । কারন, এতদিন কনসোল গেমাররা ২৭-৩০ FPS এ গেম খেলে এসছে কিন্তু এবার তারা 4K Resolution এ পাবে আরো বেশী FPS। আগের PlayStation 4 এর চেয়েও এটী বেশী ক্ষমতাসম্পন্ন হবে এবং বিশেষ ভাবে ভার্চুয়াল রিয়্যালিটি এর জন্য মডিফাইড হবে ।
সবাই ভার্চুয়াল রিয়্যালিটি এর জন্য ছুটছে কেন?
বলে রাখা ভাল ভার্চুয়াল রিয়্যালিটি বলতে বুঝনো হয় " একজন ব্যাক্তি কোন স্থানে না গিয়েই সেখানকার দৃশ্য, শব্দ ও অনুভুতি কৃত্রিম ভাবে গ্রহন করতে পারার ক্ষমতা "
এখন বিষয় হল এর জন্য নিশ্চয়ই কোন ডিভাইস লাগে? হ্যাঁ, এবারের E3 তে এমন কিছু আপডেটেড ডিভাইস নিয়ে আসছে Oculus এবং অন্যান্য VR Set নির্মাতা প্রতিষ্ঠানসমূহ । তাদের সবার টার্গেট গেমারদেরকে নতুন অভিজ্ঞতা দেওয়া । এক্সপার্ট দের ধারনা এই VR Gaming জনপ্রিয় হয়ে গেলে এটিই হবে নেক্সট জেনারেশন এর জন্য " নিত্য প্রয়োজনীয় " ডিভাইস!
গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান সবগুলো এখন VR এর উপযোগী গ্রাফিক্স কার্ড বানানোর দিকে ছুটছে । এবং অলরেডি GTX-1080 ও RX-480 এর মত গ্রাফিক্স কার্ড এ আগা টো গোঁড়া VR VR VR সাপোরটেড বলে চালাচতে চাচ্ছে নির্মাতারা ।
সুন্দর ভাবে বিস্তারিত :
দেখুন > ই৩ ২০১৬ !
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৮