কয়েকদিন আগে বলেছিলাম যে গেমিং পিসি মানেই ৮০ হাজার টাকা এটা একটা ভুল ধারনা?
কোন প্রমান লাগলে সেটা আজে হাতে নাতে প্রমান করছি ।
প্রথমেই বলে রাখি পোষ্ট অনেক লম্বা সো টাইম না থাকলে চট করে ভিডিওটা দেখে নিতে পারেন ।
40k Gaming PC
বিল্ড এর শুরুতেই বলে নেই । এটি একটি 1080p তে মিডিয়াম FPS খেলার জন্য লো বাজেট পিসি । আপনাদের কোন মতামত বা ভাল সাজেশন থাকলে তা কমেন্ট করুণ
বিল্ড এর প্রথমেই থাকছে প্রসেসর Intel Core i3 4160 3.60 GHz 4th Gen. Processor
এটি গেমিং এর জন্য মোটামুটি ভাল মানের একটি প্রসেসর ( ডিপেন্ড করে আপনি কি রকম কনফিগ এর গেম খেলেন তার উপর ) । ক্লোক স্পীড 3.60 তে লক করা । এটি ওভারক্লক করা সম্ভব নয় কিন্তু এটি থেকেই অত্যন্ত ভাল পারফর্মেন্স পাবেন ।
মাদারবোর্ড এর ক্ষেত্রে আমাদের বিল্ড এ থাকছে
Gigabyte GA-H81M-DS2V
এটি একটি বেসিক এন্ট্রি লেভেল মাদারবোর্ড, কিন্তু এতে Bottleneck হবে না আমাদের Core i-3 এর সাথে । সুতরাং নিশ্চিন্তে এটি ব্যাবহার করা যাচ্ছে । আর সাথে থাকছে দুটি RAM স্লট যার প্রত্যেকটি ৮ জিবি করে সাপোর্ট করে এবং মোট ১৬ জিবি র্যারম ধারন করতে পারে এই মাদারবোর্ডটি । সাথে আছে PCI X16 Slot যেটিতে আমাদের এই বিল্ড এর জন্য সিলেক্ট করা গ্রাফিক্স কার্ড এঁটে যাবে ।
এবার আসি গেমিং পিসি এর সবচেয় গুরুত্বপূর্ণ পার্ট গ্রাফিক্স কার্ড এ ।
আমাদের সিলেক্ট করা গ্রাফিক্স কার্ড হল Gigabyte GeForce 950 GTX G1 2GB DDR5 ।
সবচেয়ে ভাল ব্যাপার হল আমাদের সিলেক্ট করা প্রসেসর এর সাথে এটি তাল মিলিয়ে চলতে সক্ষম । এবং এই বাজেট এ এটি অত্যন্ত ভাল গ্রাফিক্স কার্ড যেকোন গেমিং এর জন্য ।
র্যাম : ৮ জিবি । এক কথায় । যেকোন একটি নিলেই হবে তবে আমরা সাজেস্ট করছি G.Skill এর 8 GB DDR3 1600 Bus এর র্যামটি ব্যবহার করতে । মাদারবোর্ড অনুযায়ী এর Bus স্পীড কোন প্রবলেম করবে না । এবং এই বাজেট এর জন্য আপাতত ৮ জিবি এনাফ । তবে আপনি যদি ভবিষ্যতে আপগ্রেড করতে চান তাহলে সিঙ্গেল স্টিক একটি ৮ জিবি নিতে পারেন আর যদি ভাল পারফর্মেন্স চান তাহএল ৪ জিবি এর দুটি নিতে পারেন । তবে গড়ে গিয়ে পারফর্মেন্স প্রায় একই ।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পাওয়ার সাপ্লাই । চিন্তা করতে হবে না , গ্রাফিক্স কার্ড ও অন্যান্য "Equipment" বিবেচনা করে আমাদের পাওয়ার সাপ্লাই সিলেকশন হচ্ছে Thermaltake 530W Smart । এটি এই বিল্ড এর জন্য বাজেট এর মধ্যে পারফেক্ট ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৪৩