বাংলাদেশ এর গেমার দের গেইম খেলতে গিয়ে প্রথম যেই বাঁধার সম্মুখীন হতে হয় তা হল পিতা মাতা ।
বছর খানেক আগের কথা ।
পিসিতে বসে কল অফ ডিউটি : মডার্ন ওয়্যারফেয়ার ২ খেলছিলাম । হঠাত পাসে এসে বসলেন এক আত্মীয় ।
তার প্রশ্ন এবং অতঃপর আমার দাত ভাঙ্গা উত্তর ....
কি সারাদিন গেইম খেল যে? কি হবে গেইম খেলে?
আমি জানতাম উনি এরকম একটা প্রশ্ন করে বসবে, উনার সাথে আমার কোন শত্রুতা নেই কিন্তু তারপরেও আমাদের উপর তার কাল্পনিক ঘৃণা ব্যাপক হি হি । আচ্ছা যাই হোক ।
প্রশ্নের জবাব দিয়েছিলাম । অতো ফর্মাল করে বলতে পারছি না , শুধু আমার কথায় মেইন পয়েন্ট ছিল কিছুটা এরকম ।
গেইমই তো খেলি, ড্রাগ তো নেই না ।
গেইমই তোঁ খেলি, আজাইরা ছেলেদের সাথে তো ঘুরি না?
শুধু এই কম্পিউটারটাই তো? কোন মেয়ের পিছনে তো লেগে নেই ।
টাকা থাকলে তো মা বাবার অগোচড়ে বেনসন এর পিছনে উড়িয়ে দেই না?
যা আছে তা তো কোন ফালতু কাজে ব্যাবহার করি না?
এতো চুলকায় কেন? :3
সিম্পল ভাবে নিবেন আশা করি । মনের কথা বললাম ।
আর আপনার বয়স যদি ২০ এর নিচে হয় আর আপনি যদি সেইম প্রবলেম এ ভুগতে থাকেন তাহলে এই ভিডিওটা টা পেরেন্টসকে দেখিয়ে দিন :3
https://www.youtube.com/watch?v=0ShvnGzYL0c
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১২:৫০