ফ্রিতে Windows 10!
বাহ অস্থির অফার । কিন্তু ভেবে দেখেছেন কি Windows 10 কেন ফ্রি দেওয়া হয়েছে? আর কেন এটা তৈরিতে এতো সময় এবং এতো প্রিভিউ কেন রিলিজ করা হয়েছে? কি এতো দরকার?
গত বছর Windows 10 বের হউয়ার অনেক আগেই খবর এ দেখে এটার জন্য হা হয়ে বসে ছিলাম । Windows Insider প্রোগ্রাম এ অংশ নিয়েছিলাম Windows 10 ব্যাবহার করে এর বাগ এবং অন্যান্য সমস্যার রেগুলার আপডেট তাদের কাছে পাঠানোর জন্য । প্রিভিউ ভার্সন এ অনেক প্রব্লেম ছিল, সেগুলো ফিক্স করার আপডেট দিতাম । দিনে ৪-৫ টা ।
আমার মত এই কাজটা আরো কয়জন করেছেন জানেন? ৫ মিলিয়ন ।
৫ মিলিয়ন মানুষের রেগুলার ফিডব্যাক ও রেগুলার প্রব্লেম ফিক্স এর পর যদি একটা অপারেটিং সিস্টেম এ :
১) ল্যাগ ও গ্লিচ থাকে
২) রেগুলার এপ্লিকেশন ক্রাশ
৩) ইমেইল এবং রেগুলার কাজ করতে গিয়ে ভুগান্তি
৪) Over Engineered
৫) নরমাল গেইমস খেলতে FPS Drop ( অনেক ক্ষেত্রে )
৬) হঠাত সব HALT হয়ে যাওয়া
৭) একটা ২ মিনিটের কাজ করতে হয় ৫ মিনিটে
সবচেয়ে বড় কথা, সিকিউরিটি বলতে কিচ্ছু নেই । জানি না কখনো কোন সফটওয়্যার ইন্সটল দেওয়ার সময় "Terms and Conditions" নামক ইতিহাসটি পড়েছিলেন কিনা । সেখানে স্পষ্ট করে বলা আছে আপনার টাইপিং ডাটা, সাইট ব্রাউজিং সহ অন্যান্য ডাটা মাইক্রোসফট এর কাছে যাবে এবং তার জন্য কারন দেখানো হয়েছিল "User Experience Improvement"।
এছাড়া সেটিংস এ এটি বন্ধ করার অপশন দেওয়া থাকলে সেটাকে বিশ্বাস করতে পারেননি টেক এক্সপার্টরা
এই হল অবস্থা । আপনি যদি লং টাইম Windows 7 বা 8.1 ইউজার হন তাহলে এডিটিং বা হেভি কোন পারপোস ছাড়া Windows 10 এ ভুলেও যাবেন না ।
হ্যাঁ তবে Windows 10 এর ভাল দিকের কিন্তু শেষ নেই । সেটা নিয়ে পরের ব্লগে লিখব ।
বিদ্র : এটি সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা এবং লং টাইম ঘাঁটাঘাঁটির উপর ভিত্তি করে লেখা । আপনার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬