বাংলাদেশ এর মানুষ এর কম্পিউটার সম্পর্কে কিছু ভুল ধারনা দূর করার জন্য এই পর্ব গুলো লিখছি । এর আগের বার " প্রসেসর মানেই ডুয়েল কোর " নিয়ে লিখেছিলাম আজকে গেমিং পিসি নিয়ে লিখতে মোটামুটি বাধ্য ।
আজকাল, কিংবা বছর দুই-এক আগের থেকেই ধরুন বা তারও আগে । গেমিং পিসি কেনার নাম শুনলেই মাথায় প্রথম যেই লাইনটা উদয় হয় " অরে বাপ! ৬০-৮০ হাজার টাকা দিয়ে গেমিং পিসি কিনব? অসম্ভব "। কিন্তু এটি একেবারেই রেওয়াজ এবং সম্পূর্ণ আগা থেকে গোঁড়া একটি "পূর্বপুরুষ" থেকে বয়ে আনা ভুল ধারনা । তবে এই পূর্বপুরুষ বলতে আমাদের দাদা-দাদীর কথা বলছি না, এইতো ২০০০ সাল এবং ২০০৭-৮ এর আগের গেমার দের কথা বলছি । ছোটবেলায় শুনে এসেছি, গেমিং পিসি মানে লাখ টাকার ব্যাপার ।
আচ্ছা চলুন দেখি ।
মাত্র ৩০ হাজার টাকাতেই একটি সম্পূর্ণ আধুনিক গেমিং পিসি তৈরি করা যায় । হ্যাঁ ঠিক শুনেছেন । বিশ্বাস না হলে এই ভিডিও টি দেখতে পারেন । বাংলাদেশ এর মানুষের গেমিং পিসি এর কমন ভুল ধারনা নিয়ে এটি বানিয়েছি, সম্পূর্ণ বাংলায় ।
লিঙ্ক : https://www.youtube.com/watch?v=T4zkpz89D2A
কি কি কারনে এতো কম দামেই গেমিং পিসি বানানো সম্ভব? ভুল ধারনা থেকে বের হয়ে আসলে এবং মার্কেট এ গিয়ে খোঁজ নিলেই এর উত্তর বেরিয়ে আসে, চলুন ভিডিওতে দেখানো ভুল ধারনা গুলো দেখি ।
১) গেমিং পিসি মানেই Core-i7
বিশ্লেষণ : Core i-7 একটি গেমিং পিসির চাহিদার চেয়ে অত্যাধিক বেশী ক্ষমতাসম্পন্ন । বর্তমান যুগের আধুনিক গেইমস খেলার জন্য একটি লেটেস্ট Core i-5 একটি গেইম এর চাহিদার থেকেও অনেক বেশী পারফর্ম করে । এমনকি Core i-3 বা লেটেস্ট পেন্টিয়াম প্রসেসর দিয়েও নিশ্চিন্তে মোটামুটী ভাল মানের গেমিং করা সম্ভব
২) গেমিং পিসি মানেই অত্যাধিক বেশী র্যাম?
[বিশ্লেষণ :মোটেও নয় । একটি গেমিং পিসির র্যাম চাহিদা শুরু হয় ৪ জিবি থেকে । তবে এটা ঠিক ৮ জিবি হল বর্তমান স্ট্যান্ডার্ড । কিন্তু এর মানে এই নয় ১০-১২-১৬ জিবি র্যাম ছাড়া গেমিং পিসি হয় না । এখনো অনেক গেইম ২ জিবি র্যাম এ খেলা যায় ।
৩) দামী মাদারবোর্ড ?
বিশ্লেষণ : না । গেমিং করার জন্য প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের উপর ভিত্তি করে মাত্র্য সাড়ে ৪ হাজার টাকার মাদারবোর্ড দিয়েই সম্পূর্ণ গেমিং করা যায় । তবে হ্যাঁ, ভাল মানের প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড বা খুব বেশী পরিমান র্যাম এর জন্য ভাল মাদারবোর্ড অবশ্যই দরকার তবে এর মানে এই নয় যে ১০-১৫ হাজার টাকার মাদারবোর্ড ছাড়া গেমিং হয় না ।
৪) গেমিং পিসি মানেই বিশাল ২ জিবি গ্রাফিক্স কার্ড
বিশ্লেষণ :হ্যাঁ, অনেক সময় দেখা যায় গেমিং পিসির কথা আসলেই প্রথম চাহিদা হয়ে দাঁড়ায় ২ জিবি গ্রাফিক্স কার্ড ! কিন্তু ভেবে দেখা হয় না ২০১২ সালের মডেল এর ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২০১৫ সালের একটি ১ জিবি গ্রাফিক্স এর মধ্যে কটটুকু পার্থক্য! হ্যাঁ, একটি লেটেস্ট R7 260x 1GB এবং Radeon HD5450 2 GB এর মধ্যে অবশ্যই লেটেস্ট R7 260x অঙ্কে বেশী ক্ষমতা ধারন করে
আজ পর্যন্ত মোট ১৭ টা গেমিং পিসি বিল্ড আপ করেছি । এবং ১৭ জনের ১৫ জনেরই এই ৪ টি কমন ভুল ধারনা ছিল । এবং আমার বন্ধুমহলের তো আরো বাজে অবস্থা ।
দেখে খুব দামী মনে হলেও এই সম্পূর্ণ গেমিং পিসিটার দাম ৩২ হাজার টাকা ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:২১