একটা বিষয় খেয়াল করলাম ।
আমরা যে যতই আইফোন এর জন্য পাগল হই না কেন, বা বিল গেটস এবং তার মাইক্রোসফট এর প্রশংসা করি না কেন । সব কিছুর শুরু হয়েছিল কোথা থেকে? তাদের যাত্রার টেক অফ সত্যিকার অর্থে কে করে দিয়েছিল?
উত্তরটা হল Xerox এবং Altair. আসুন বিস্তারিত দেখে নেই ।
এই দুটি নাম অত্যন্ত অপরিচিত, বলতে গেলে Apple এবং Microsoft এর নাম শুনেছে এবং Xerox ও Altair এর নাম শুনেনি এরকম মানুষ এর সংখ্যাই অত্যন্ত বেশী। যদিও Altair একটু পরিচিত, পার্সোনাল ও হোম কম্পিউটার এর পথপ্রদর্শক হিসাবে কিন্তু Xerox একেবারেই অজানা ।
স্টিভ জবস ও তার কম্পিউটার স্পেশালিষ্ট বন্ধু স্টিভ ওয়াজনিয়াক যখন বাড়ীর গ্যারেজ এ বসে "Apple" এর যাত্রা শুরু করেছিল, তখন পার্সোনাল কম্পিউটার এর জগতে বিপ্লব আনার জন্য তাদের কাছে ছিল মুলত কয়েকটা টুলস
কীবোর্ড, মাউস ও ডিসপ্লে এবং মেমোরি ।
Altair 8800 প্রথম পোর্টেবল " হোম " কম্পিউটার হলেও Apple 1 ছিল প্রথম কম্পিউটার যাতে কীবোর্ড, মাউস ও ভাল ডিসপ্লে ব্যাবহার করা হয়েছিল । কিন্তু Intel এর প্রসেসর ব্যাবহার না করায় সেটী ফ্লপ হয় । এরপর আসে Apple 2 । Apple 2 সফল হয়, কিন্তু Apple 2 এর পর Apple নিজেই অনেকদিন আর সফলতার মুখ দেখেনি । ১৯৮৪ তে অনেক আশার বানী নিয়ে Macintosh রিলিজ হলেও সেটিও লক্ষ্যের তুলনায় কিছুই করতে পারে নি । কিন্তু সেখানেই সুপ্ত ছিল Apple এর ভবিষ্যৎ ।
GUI ( Graphical User Interface ) ও MW ( Multiple Windows )
Xerox ছিল একটু গোপনীয় ও আন্ডারডগ প্রতিষ্ঠান । কম্পিউটার এর ভবিষ্যৎ এর চাবী তাদের হাতেই তৈরি হচ্ছিল কিন্তু মার্কেটিং এর অভাব ছিল তাদের । অবশেষ এ Xerox গর্ত থেকে উঠে আসে , সরাসরি স্টিভ জবস এর কাছে । তাকে জানানো হয় কি আছে তাদের কাছে । যতুটুকু জানা যায়, আজকের দিনের যাবতীয় সব কারিকুলাম তাদের দ্বারাই তৈরি ( Xerox ) । আমরা আজ যেই ভাবে অনেকগুলো প্রোগ্রাম ওপেন করে রাখি, মাল্টিকালার এর ডিসপ্লে, নেটওয়ার্কিং থেকে শুরু করে আকর্ষণীয় যা দেখি , মোটামুটি সব সুত্র Xerox এর ।
যাই হোক, Xerox এর ভবিষ্যৎ এবং টেকনলোজি এর সম্ভাবনা উপলব্ধি করতে পেরে স্টিভ জবস দেরী করেনি । তৎক্ষণাৎ মিলিয়ন ডলার এর ডিল করে ফেলেন Xerox এর সাথে , বিনিময়ে Xerox এর ফ্যাসিলিটির "Access" চান তিনি । এবং সেখানে গিয়ে স্টিভ জবস যা দেখেন তাতে অবাক হউয়া ছাড়া কোন উপায় ছিল না সম্ভবত । Xerox এর প্রায় অনেক মেম্বার কে তিনি নিজের টিম এর করে নেন এবং পরবর্তী ম্যাক ( Macintosh ) এর কাজ শুরু করেন । যাতে শুরু থেকে শেষ করে সবই প্রায় Xerox এর "Innovation" এ ভরা ছিল ।
আরেকটি ব্যাপার হল, স্টিভ জবস ও বিল গেটস তখন অত্যন্ত কাছের " বন্ধু " ছিল । Apple 2 কম্পিউটার কে ব্যাবসার উপযোগী করে দেন বিল গেটস যা স্টিভ জবস এর Apple এর জন্য বিশাল মার্কেট খুলে দেয় । এজন্য বিল গেটস এর কাছে যথেষ্ট কৃতজ্ঞ ছিল স্টিভ জবস । তাও Macintosh রিলিজ করার আগে বিল গেটস সেটির একটি "Touch" দেখতে দেয় স্টিভ জবস । নতুন Macintosh এর
User Interface থেকে মোটামুটি সব কিছু দেখে বিল গেটস এর টনক নড়ে যায়। দ্রুত অফিসে গিয়ে তার কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে এই ব্যাপারে কিছু একটা করতে বলেন । তখনই আসে Apple থেকে কপি করে বানানো " Interface Manager " এপ্লিক্যাশনটি যেটা মুলত Xerox হয়ে Apple এবং Apple হয়ে বিল গেটস এর কাছে আসে । আর তখন থেকেই শুরু হয় Apple থেকে বিল গেটস এর "কপি" করার যাত্রা । প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ যা ছিল তা ৭০-৮০ শতাংশই সেই Apple এর থেকে কপি করা ।
স্টিভ জবস সেই মাইক্রোসফট উইন্ডোজ চালিয়ে দেখেন যা আছে তার সব কিছুই তার ম্যাক থেকে কপি করা শুধু নামে ভিন্ন । শুরু হয় তাদের শত্রুতা ।
যাই হোক । আশা করি বুঝতে পেরেছেন কিভাবে Xerox থেকে Apple এবং Apple থেকে Microsoft এর কাছে আধুনিক কম্পিউটার এর বিপ্লব এর চাবী হস্তান্তর হয়ে গিয়েছিল ।
স্টিব জবস এই ব্যাপারে একবার বলেছিল যে Xerox যদি তাদের ভবিষ্যৎ এর ব্যাপারটা বুঝতে পারত তাহলে তারা এতদিনে "Apple + Microsoft + IBM + Xerox গুন ২ " বা এরকম কিছু হত ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬