রাসেল ভাই, এরপরে যা হবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ।
কি হবে?
* এবার এয়ারটেল নিয়ে এল কলিজা কাঁপানো অফার ....... *
প্রথমেই বলে রাখি যদি এতো বড় লেখা পড়ার টাইম না থাকে বা মিউজিক সহ এরকম আরো ৫ টি লোমহর্ষক যুদ্ধের ভৌতিক ঘটনা দেখতে চান তাহলে আপনাদের জন্য সুন্দর একটি ফ্যাক্ট স্লাইড ভিডিও বানিয়েছি সম্পূর্ণ বাংলায় এবং হ্যাঁ অবশ্যই ভয়ানক মিউজিক সহ
মিস করবেন না : https://www.youtube.com/watch?v=f29NjbGfIYo
ব্যাপারটা এরকম । ঘরে, অফিস এ , পরিত্যাক্ত বাড়িতে ভুত এগুলো এখন ঘুম পাড়ানোর গল্প লাগে শুনতে, তাই গুগল এ মোটামুটি কোদাল নিয়ে "Digging" করে কিছু ঐতিহাসিক যুদ্ধের সাথে প্রেতাত্মা ও রহস্যের মায়াজাল এর গল্প বের করে নিয়ে আসলাম । ভেবেছিলাম যেখানে আবেগ, মায়া, সৃতি থাকে সেখানেই ভুতের অস্তিত্ব থাকে । কিন্তু যুদ্ধক্ষেত্রের মত অভিশপ্ত স্থানেও যে "ভৌতিক" পোর্টাল থাকতে পারে তা গুগল না বললে মনে হয় সারা জীবন এ আর জানা হত না ।
তাই আজকের প্রথম ছোট্টপর্বে কানাডার স্টনি ক্রিক এর যুদ্ধক্ষেত্রের সাথে একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম ( ধরে নিন ভুত হাজির হয়েছে )
১৮১৩ সাল,
যুক্তরাষ্ট্র যখন কানাডা আক্রমন করে তখন এখানে একটি যুদ্ধ হয়, এই যুদ্ধক্ষেত্রকে ভৌতিক বলা হয়ে থাকে, বলা হয়, “ম্যারি কেইজ “ নামক এক মহিলার ভুত প্রায় সময় সেখানে দেখা যায় এখনো, তার স্বামী “ এমেরিকান বিপ্লব” এর সময় মারা যায়, এবং সে এরপর মারা যায় । তার মৃতদেহ সৎকার করার সময় হারিয়ে যায় । বলা হয় তার আত্মা যুদ্ধের উপর ক্ষুব্ধ ।
সিভিল ওয়্যার ব্যাকগ্রাউন্ড পিক :
আর মহিলার পিক
মেরি কেইজ এর পিক, এইটা আসল পিক কিনা জানি না তবে সম্ভাবনা ৯৫%
হুম ব্যাপারটা আসলেই দুঃখজনক যে একজন মহিলার সব কিছু কেড়ে নিল এই " যুদ্ধ " । তার স্থানে আমি থাকলে হয়তবা ভুত হয়ে কোনভাবে ফিরে এসে ভয় দেখিয়ে সবাইকে তাড়িয়ে দিতাম? যাতে আর যুদ্ধ করতে না পারে? এই মহিলাও কি সেটায় চায় নাকি? নাকি প্রতিশোধ নিয়ে চায়? প্রতিশোধ নেওয়ার অপশন নেই, কারন তারা সবাই অনেক আগে মারা গেছে, সুতরাং এই মহিলার প্রেতাত্মা কি একটা নোবেল দেওয়া উচিৎ নাকি? শান্তিতে ?
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪১