সো, বাংলাদেশ এর অধিকাংশ মানুষ যখন কম্পিউটার এর জন্য প্রসেসর বাছাই করতে যায়, প্রথম যেই কথাটা অধিকাংশের মাথায় আসে তা হল " ডুয়েল কোর প্রসেসর " ।
আরেহ ভাই? দুইটা কোর ? আচ্ছা কোর টূ ডো আর ডোয়েল কোর কি এক জিনিস ভাউ?
আচ্ছা কোর আই থ্রি তে কি ৩ টা কোর? আচ্ছা কোর আই ফাইভ এ কি ৫ টা কোর? আচ্ছা কর আই সেভেন এ কি ৭ টা কোর?
কেউ আমারে কোর দিয়া মাইরালা ।
যাই হোক । বাজেট আর নানা রকম জটিলতায় অনেকেই প্রসেসর কোনটা নিবেন বুঝে উঠতে পারে না । কিংবা সব কিছুর সলিউশন একটাই " ডুয়েল কোর " ।
আব্বু আমার নতুন পিসি লাগবে, গেইম খেলব " বাব ডোয়েল কোর "
এই শুনো, বাসায় নতুন একটা পিসি লাগবে, মুভি নেট ব্রাউজ করে টাইম পাস করতে পারলে খারাপ না " বাব ডোয়েল কোর "
আব্বু আমার নতুন খেলনা গাড়ী লাগবে " বাবা ডোয়েল কোর "
কি?
আচ্ছা নাহ । সবচেয়ে কম দামে ভাল প্রসেসর এবং এই ডুয়েল কর থেকে মুক্তি পেতে এই ভিডিওটা দেখে নিন তাহলে আমার আর বক বক করা লাগবে না
কম দামে সেরা ৫ টি প্রসেসর
আশা করি আপনার প্রসেসর জনিত অধিকাংশ সমস্যা দূর হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭