মানুষ মারা সোজা, বাঁচিয়ে রাখা ও বাঁচানো কঠিন ।
আচ্ছা এমন কোন উদার দেশ পৃথিবীতে আছে যে দেশ কিনা ৮৮ জন সৈন্যের বিনিময়ে সাড়া বিশ্বে বর্ণবাদের শিকার ও নিগৃহীত সেই পোড়াকপালে আফ্রিকান মানুষদের মুখে হাসি এঁকে দেবে?
যদি স্বাধীনতা অর্জন এর চেয়ে রক্ষা করা কঠিন এই কথা সত্য হয়ে থাকে তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি, মানুষ হত্যার চেয়ে রক্ষা কঠিন । আমরা যেই যুগ এ বসবাস করছি, এখানে নিঃস্বার্থ বলতে শুধু মা-বাবার সন্তানের প্রতি ভালবাসা ও গুটি কয়েক বিষয়ে স্বার্থ কাজ করে না ।
নিজের স্বার্থ বিলিয়ে, জীবন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে জানি দেখেই তো সিয়েরা লিওন এ সেই মানুষগুলো আমাদের ভাষায় কথা বলে, অইতো অই দেশটায় আমাদের নামে সড়ক নির্মাণ করে, গাড়ি দেখলে এগিয়ে যায়, গাড়িতে ৭ দশমিক ৬২ মিলিমিটার মেশিনগান লাগানো? সমস্যা নেই, অই সবুজ-নীল ড্রেস পড়া, হাতে লাল সবুজ পতাকা আর মাথায় নীল হেলমেট এর লোক গুলো কিচ্ছু করবে না ।
গেলে চকলেটও পেয়ে যেত পারো । হাহা ।
কই আমাদের বুট এর আওয়াজ যখন আফ্রিকার দেশ গুলোতে পড়ে তখনতো কেউ একটা আর্টিকেল লেখার সুযোগ পায় না? একটা নেগেটিভ প্রতিবেদন করার সুযোগ পায় না? খবরে তো কেউ হেডলাইন দিতে পারে না, "দখল হয়ে যাচ্ছে অমুক নগরী" । পারবেইবা বা কিভাবে? মুক্তিদাতাকে যে সবাই ভালবাসে ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫