" History is written by the victors "
এইটা তো জানা কথাই । যে জিতবে, সেই লিখবে ।
ভিক্তর মাতসুলেঙ্কো এর লেখা " দ্বিতীয় বিশ্বযুদ্ধ " নামক বইটা পড়ছিলাম । বইটা অবশ্যই অনেক শ্রম ও গবেষণার পর লেখা হয়েছে, তাতে কোন সন্দেহ নেই । কিছু কিছু লেখা ভাল লাগল, কিছু কিছু লেখা সন্দেহ হল ।
যা যা ভাল লাগল...
১) রাশিয়ান আর্মি বার্লিন পতনের পর বার্লিন এর রি-কন্সট্রাকশন এর জন্য অনেক কাজ করেছিল ।
২) তাৎক্ষণিক রাশিয়া থেকে বিশাল পরিমান খাবার এর সাপ্লাই বার্লিন এ নিয়ে আসা হয়েছিল যাতে দুর্ভিক্ষ এড়ানো যায় ।
৩) মাত্র ১ বছরের মধ্যেই নাকি বার্লিন এ সিনেমা হল, কমিউনিস্ট পার্টি, ড্রেনেজ ব্যাবস্থা হাসপাতাল, স্কুল সব আবার মোটামুটি ভাবে তৈরি করা হয়ে গিয়েছিল ।
[ " সোভিয়েত সরকার যুদ্ধ চলাকালীন বার্লিনে প্রেরণ করেন ৯৬ হাজার টন শস্য, ৬০ হাজার টন আলু, ৫০ হাজারের মত পশু, এবং চিনি, তেল, ও অন্যান্য খাদ্য দ্রব্য " এবং " ২১ জুন নাগাদ বার্লিনে খোলা হয়েছিল ৯৬ টি হাসপাতাল, ১০ টি প্রসবালয়, ৬ টি ফার্স্ট এইড কেন্দ্র , যেগুলোতে কাজ করছিল ৬৫৪ জন ডাক্তার । প্রায় ৮০০ জন চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিস এর জন্য অনুমতি দেওয়া হয় " ]~ সুত্র : পৃষ্ঠা ৩১৬
৪) যুদ্ধ চলাকালীন সময়ে বার্লিনবাসীর খাবারের চাহিদা মেটানোর জন্য নাকি রাশিয়ান ও পোলিশ সৈন্যরা খাবার " ভাগাভাগি" করে খেত ।
৫) রেড আর্মি ছিল মুক্তিদানকারি ।
তেল মাজা শেষ, এবার আসল কাহিনী ।
মোটামুটি রেড আর্মির জার্মান অভ্যন্তরে প্রতি বর্গ কিলোমিটার অগ্রসরের সাথে আনুপাতিক হারে কয় হাজার রেপ করেছিল, সেটা বের করার চেষ্টা করছি জার্মানির আয়তন আর রেড আর্মির করা দুই মিলিয়ন রেপ এর সংখ্যা দ্বারা ভাগ করে । আচ্ছা কত হয়?
জার্মানির আয়তন : ৩৫৭,১৬৮ বর্গ কিলমিটার
রেড আর্মি কর্তৃক ধর্ষণ : ২,০০০,০০০ টি ( আরো বেশী ) ।
প্রিয় পাঠক, গাঁয়ের লোম দাঁড়ায়? আচ্ছা যাই হোক ।
খুন, গুম, লুট, গনহত্যা, শিশু হত্যার লিস্ট দিতে গেলে কিছু ক্ষেত্রে হিটলার ছাড়িয়ে যাবে ।
মুল কথা , ইতিহাস ক্ষয় হবেই । সত্য গোপন হবেই । মিথ্যার রেওয়াজ , মিথ্যাকেই সত্য বানিয়ে দেবে ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬