গত বছর এক বিবিসে সাংবাদিককে ধোলাই দিয়ে পুতিন তার অনেক মনের কথাই প্রকাশ করে দিয়েছিলেন । জানতে চেয়েছিলেন তার নুন্যতম কমন সেন্স আছে কিনা?
লিঙ্ক : বিবিস সাংবাদিককে চরম ধোলাই
তাকে তখন রাশিয়ার সাম্প্রতিক এভিয়েশন নিয়ে প্রত্যক্ষ ভাবেই প্রশ্ন করা হয় । পুতিন তখন তিনি সাংবাদিক কে মনে করিয়ে দেন " কোল্ড ওয়্যার এর শেষ এর দিকে মার্কিন বিমান গুলো, বিশেষ করে লং রেঞ্জ পারমানবিক বোমা ধারণকারী বিমান গুলো রাশিয়াকে ঘেরাও করে চক্কর দিত "।
হ্যাঁ, কোল্ড ওয়্যার এ রাশিয়ার মোটামুটি "হতাশাজনক" পরাজয় হয়েছিল, তা ঠিক । কিন্তু তা বলে একেবারে ভেঙ্গে যায়নি তাদের মনোবল । পুতিন এর নেতৃত্বে রাশিয়া সেই অবস্থা থেকে অনেকদূর এগিয়ে এসে আবার সেই " হারানো গৌরব" ফিরে পাওয়ার চেষ্টা করছে? তাই কি মনে হচ্ছে না?
তিনি ভাল করেই বলেন যে রাশিয়া তাদের " জাতীয় ইন্টারেস্ট" নিজদের ইচ্ছা মত পুরন করে যাবে । বিবিসি সাংবাদিক তাকে যখন " আক্রমণাত্মক " বলে আখ্যা দেন তখন পুতিন বলেন " আমাদের সবমিলিয়ে ২ টা মিলিটারি বেইস আছে ,রাশিয়ার বাইরে , একটা তাজিকিস্তান এ আরেকটা কিরগিজস্তান এ , এবং দুই দেশ এর সরকারের পরিপূর্ণ পারমিশন নিয়ে আমরা সেখানে প্রবেশ করে লোকাল সন্তাসবাদ দূর করার চেষ্টা করছি " আপনাদের সুবিধার জন্য বলে রাখি , মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সাড়া বিশ্বে মিলিটারি বেইস এর সংখ্যা ৭০০ এর অধিক ।
প্রশ্ন এখানেই, জাতীয় ইন্টারেস্ট বলতে কি রাশিয়া তাদের সেই ১৯৬০-৭০-৮০ এর চাঙ্গা রাজনৈতিক আদর্শিক পরিবেশটাকে আবার রাশিয়াতে ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন? যখন রেড আর্মিকে সবাই এক নামে চিনত? বিশ্ব জুড়ে দাপট দেখাত সোভিয়েত ইউনিয়ন । এমন ঘটনাও ছিল সোভিয়েত ফাইটার প্লেন ইসরাইল এর উপর দিয়ে উড়ে চলে গেছে কিন্তু ইসরাইল খবরও পেত না । পুতিন সাংবাদিক কে এটাও স্পষ্ট বলে দেন " আমরা আমাদের জি-স্ট্র্যাটেজিক এভিয়েশন আবারো শুরু করছি, এতে কারো মাথা ব্যাথা থাকলে আমার কিছু করার নেই, এটা রাশিয়া শুরু করেছে মাত্র কিছুদিন হল, অন্ত্যত যুক্তরাষ্ট্রের মত একটা দেশ এর উপর পারমানবিক বোমা নিয়ে চক্কর দেওয়ার চেয়ে ভাল কাজ "
এখানে রাশিয়ান বিমান বাহিনীর সেই কোল্ড ওয়্যার স্টাইল এ যুদ্ধ বিমান নিয়ে টহল দেওয়া ( সোজা কথা আধিপত্য বিস্তার ) করার ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে দিলেন তিনি ।
ইউক্রেন ও ক্রিমিয়া ইস্যুতে কোন ছাড় না দিয়ে কি পুতিন তাহলে হাতে কলমে বুঝিয়ে দিল ব্যাপারটা?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪