গল্প:১ শিশু
-'পৃথিবীর সব শিশুই সুন্দর'
- 'কিন্তু- তুমি কখনো প্রজাপতির শৈশব দেখনি?'
গল্প:২ পরস্পর
'তোমাকে ছাড়া পৃথিবীতে আর কিছুই আমার চাই না'
নারীটি চট করে একবার তাকিয়ে ফেললো দোকানে সাজানো দ্যুতিময় নেকলেসটার দিকে
আর পুরুষটি আড়চোখে দেখে নিলো পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীকে ,একঝলক।
গল্প ৩ :টাকা
- 'ধুর বড়লোক হইছে- মনটা ফকির্যা, কতক্ষণ জ্যামে থাকলাম রিশকা লয়া, আর দশটা ট্যাকা বাড়ায়া দিলে কি হইতো?'
- যাক , দশটা টাকা বাঁচলো, সেই সকাল থেকে কিছু খাইনি, 'মামা, একটা চা-'
গল্প ৪ : সেলফি ও একটি মৃত্যুসংবাদ
সেলফি স্টিকটা ঠিক করে অ্যাঙ্গলে ব্যাকগ্রাউন্ডটা আনতে চেষ্টা করে মাহী।
পরদিনের প্রথম পাতায় একটি খবর ছিলো, রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্টে তরুণী নিহত।
গল্প ৫ :নিষ্পাপ
ঘুড়ির উৎসবে অগণিত আকারের রঙিন ঘুড়ির উড়াউড়ি দেখতে পেয়ে বাচ্চাটি আত্নহারা হয়ে উঠেছিল।
তীব্র বেগে ছুটে চলা দূর আকাশের প্লেন দেখে সে মাকে প্রশ্ন করলো,আম্মু, ঐ ঘুড়িটার সূতোটা কই?
গল্প ৬ :চোখ
চেয়ারম্যানের কাছে কিছু সাহায্যের জন্য বার বার ধরণা দেয় মাজেদের সদ্য বিধবা-বউ রাহেতুন, ওর মুখে আকুতি থাকলেও তীক্ষ্ণ চোখদুটিতে ছিল অভিযোগ ।
কিছুদিন পরে অজ্ঞাতনামা আততায়ীর হাতে নিহত রাহেতুনকে পাওয়া যায় জংলা বিলের ধারে।
ওর চোখজোড়া ছিল উপড়ে ফেলা।
গল্প৭ : চেনা অচেনা
'তোমার সাথে পুরানো দিনের কথা আমি কিছু মনে রাখিনি, তুমিও সব মুছে ফেলো, ভেবো ওটা ছিল স্বপ্ন।' বিদায় নেবার আগে বলেছিল রাহা।
দশবছর পরের এক বিকেলে , সাদেক হাঁটছিলো মেলায়, একটি ভুলে যাওয়া ডাক ভেসে এলো, 'কাব্য!'- পৃথিবীতে আকিকায় সিলমোহর না করা এই নামটি জানতো কেবল একজনই-