আসুন শীতার্ত মানুষের পাশে দাড়াই । ইতিমধ্যে বেশকিছু জায়গাতে প্রচুর পরিমাণে হাড় কাপানো শীত পড়ছে । কিছুদিন পর হয়তো এর তীব্রতা আরও বাড়বে।
শীত পড়লে ই আমরা অনেকেই শিক্ষা-সফর, মজা-আনন্দ নিয়ে ব্যস্ত থাকি । অনেকেই রাঙামাটি,খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন ইত্যাদি অনেক অনেক জায়গায় শীত উপভোগ করতে যাই । কখনও কি ভেবে দেখেছেন, আপনি যখন ঘুরতে যাচ্ছেন বা কোথাও শীতের মধ্যে মজা করতেছেন? তখন আপনার ই এলাকায় রাস্তায়, ফুটপাত, রেল লাইনের দুধার ধরে অনেকেই শুয়ে আছে । হয়তো কেউ কেউ ভেবে দেখেছেন!
বাংলাদেশে শীত ঋতু মানে যারা বিত্তবান তাদের জন্য শুধু আনন্দ-মাস্তি । শীত আসলেই যেন বিনোদনের মাত্রা বেড়ে যায়। কিন্তু যাদের শরীরে ঢাকার মত তেমন কিছু নেই । তাদের জন্য শুধু ঠান্ডার সাথে জীবনযাপন করা ।
আমরা অনেকেই পথ চলতে গিয়ে দেখতে পাই, টিভির পর্দায় ও পত্রিকাতে নিঃস্ব মানুষগুলো কে দেখতে পাই। আমরা কি তাদের কষ্ট দেখার জন্য জন্মেছি । শুধু নিজের জীবনের সুখ-শান্তি ভোগবিলাস করব। না, আমরা তা করব না । আমরা যদি কোন মানুষের জীবন বাঁচাতে সাহায্য না ই করি। তাহলে বেঁচে থেকে লাভ কি? একদিন এই টাকা-পয়সা, ব্যাংক-ব্যালেন্স সব শেষ হয়ে যাবে । এটা যদি বিশ্বাস করি । তাহলে নিজের জীবন থাকতে সেই টাকা হতে নিঃস্ব মানুষগুলো কে তো জীবন বাঁচাতে সাহায্য করতে পারি। তাহলে কত ই ভালো হতো? তাদের পাশে কি আমরা দাড়াবো না? আমরা যে দেশের নাগরিক, ঐ ফুটপাত, রেললাইনের নিঃস্ব মানুষগুলো সেই দেশের নাগরিক । যদি এই নিঃস্ব মানুষগুলো এদেশের নাগরিক হয়, তাহলে আমরা কেন তাদের দেখার দায়িত্ব নিতে পারব না? আমি জানি না, সরকার থেকে এদের কতটুকু সাহায্য করা হয় । যদি সাম্প্রতিক কিছু দুর্নীতির কথা মাথায় রেখে বিবেচনা করি, তাহলে দেখা যায় সরকার থেকে প্রাপ্ত সাহায্য সরকার কর্তৃক পরিচালিত নেতারা এর অর্ধেক নিজেরা বিক্রি করে খায় । আর কিছু এনজিও অন্যান্য ফাউন্ডেশন এর লোকেরা এই নিঃস্ব মানুষগুলো দুঃখ কষ্টকে নিজের হাতের মুঠোয় এনে নিজেদের বড় প্লাটফর্মের জন্য নিজেদের জীবিকা নির্বাহ করে । আমার জানামতে কয়কটি সংগঠনের লোকেরা এইসব কাজের লিপ্ত দেখেছি । এরকম হয়তো আপনি করবেন না । কারণ, আপনার মধ্য সততা ও দেশপ্রেম আছে । আমরা যদি নিজেদের সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করি । তাহলে আমাদের দেশ আরও উন্নত হতো। কিন্তু আমরা তা করি না। আর যারা করে তাদের কাজের প্রতি উৎসাহ দেই না । কিন্তু এটা আমাদের জন্য একদমই ঠিক নয় । আসুন আমরা সকলে একযোগে শীতার্ত মানুষের পাশে দাড়াই । নিজের সদিচ্ছায় যতটুকু পারি, ততটুকু সাহায্য করার চেষ্টা করি ।
আপনি যদি সাহায্য ও করতে চান বা বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকেন -
যোগাযোগ করুন - আগুয়ান-৭১ এর ফেইসবুক গ্রুপ বা আগুয়ান-৭১ এর ফেসবুক পেইজ
অথবা ফোন করুন - +8801969820134 বা +8801954636619
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০