তুমি যদি আমার হও
-রেহানুল হক
তুমি যদি আমার হও
অরোরার রঙ ধার করে
সিল্কে রাঙ্গিয়ে সাজাব তোমায়। বুঝবে তুমি
প্রতিটি সৌন্দর্যের পেছনে লুকিয়ে
কত ক্লান্তি, কত শ্রম, কত বেদনা, কত ক্ষয়!
তুমি যদি আমার হও বাধা নেই
সাজবে যেমন খুশি- চুল অন্ধকার, সিঁথি বিদ্যুতরেখা
মুখচন্দ্র, মৃগনয়না, প্রবালে বসানো মুক্তো ঝিলিক
চিবুকে তিলের কারুকায, ৩৬-২২-৩৫ তোমার গহীন স্থাপনা
জানবে তুমি দেবদাস সংখ্যায় কত
ট্রয়-ই বা হারায় কেন?
তুমি যদি আমার হও
ঘুরে আসব পিঁপড়েদের ঘর বা মৌমাছি কলোনি
এ যেন ফরবিডেন সিটি
কত ইতিহাস, কত বাদ্য- দেয় সাক্ষ্য
প্রতিটি কক্ষ আল-হামরার জলসাঘর যেন
আসরের মধ্যমণি তুমি রাণী
প্রণয় নেশায় গেলইবা জীবণ যৌবন
অবাক হয়ে দেখবে তুমি ইতিহাসের পুনরাবৃত্তি
নারী এসিড সন্ত্রাস কেন জান না কি তুমি
প্যার্নপার প্রণয়যাজ্ঞা কি নেহাৎ-ই ফেলনা!
তুমি যদি আমার হও
অণুজীব হয়ে ছোঁবে প্রতিটি মমি
মনে হবে নেফারতিতি আর ক’বছর
তুষার যুগ তো এই সেদিন
কত না সৃষ্টি, ধর্ম, ধ্বংস, বিপর্যয়
লাল তারাদের মত
ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে তুমি অণুজীব
কোন দোষে যেন নির্বাসিত!
তুমি যদি আমার হও
ফুগু মাছে করব তোমায় আপ্যায়ন
চোখে লাল, নীল ল্যান্স পরে
থ্রি-ডি ডাইমেনশনে হাঁটবে তুমি সৈকত
এক ডুবে দেখা পেলে পেতেও পার ফলস ফিশ
হাড়ে হাড়ে বুঝবে শুধুই আভিধানিক শব্দ প্রতারণা
পেছনে লুকিয়ে যার সীমাহীন প্রত্যাশা।
তুমি যদি আমার হও
নিয়ে যাব তোমায় হালাকুর বাগদাদসহ সকল বধ্যভূমি
খুলিতে তৈরি পিরামিড আর নরযজ্ঞের গন্ধ গায়ে মেখে
যাবে তুমি সবুজ মাঠ রেইনফরেষ্ট বা ছত্রাকের দেশে
দেখবে যতই হোক আইন আর আসুক হাম্মুরাবি
প্রহেলিকা ছাড়া নয়তো কিছুই।
তুমি যদি আমার হও
প্রজাপতির সঙ্গে মিতালি পেতে
জানবে প্রজাপতির জনক আসলে কে
লিবনিজের অশ্রু ঝরেছে ক’ফোঁটা
পেটেন্ট জিতে নবেল পেল কারা
ভয় নেই দিগন্ত বিস্তৃত সাগরে ভেসে অজানা
বুঝবে খ্যাতি সত্যিই এক বিড়ম্বনা।
তুমি যদি আমার হও
শিখাব তোমায় বিপ্লব, মার্ক্স, এঙ্গেলস যত না মতবাদ
শুনবে তুমি তোমার নেতা আমার নেতা
ফটিক চাঁদ, ফটিক চাঁদ- শ্লোগানে শ্লোগানে উত্তাল জনতা
ম্যাপল ট্রি-তে বসে উল্লসিত নেতা
ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছেড়ে বক্তৃতা খসড়া করবে-
ভাইসব, নেতার আদর্শে জান গেলে তোমরা শহিদ
বেত্তমিজের জন্য যত দুনিয়াদারি
তোমারা আমায় সিংহাসনে বসালে
আমরা ঘোষণা দিলাম- ইয়া জান্নাতী! ইয়া জান্নাতী!
তুমি যদি আমার হও
অপজাত ইলেক্ট্রনের বাধা ডিঙ্গিয়ে
পৌঁছবে তুমি রক্বীয়া, মাউন, মালাকুত ছেড়ে আরো দূর
লামিয়াহ- চারিদিকে পান্না, ইয়াকুত রক্তলাল সোনা
হেলান দিয়ে হাসবে তুমি খিলখিলিয়ে
ঐ যে পৃথিবী কত আশা, নিরাশা, দ্বন্ধ, ভালোবাসা
যুদ্ধ ও বিপ্লবের-
তবু প্রেম সে কই?
তুমি যদি আমার হও
হন্যে হয়ে তুমি খুঁজবে
তাজমহল, শালিমার বাগ, রোজ গার্ডেন, পার্ক
পন্ডিতের আড্ডা, গবেষণাগার-
কেউ বলবে প্রেম রাগ বা অনুরাগ
কেউ বলবে প্রেম বদ্ধ কারাগার বিরহে স্বার্থক মিলনে নস্যাৎ
কেউ বা বলবে শুধুই প্রতীক্ষা আর কারো মতে
অর্ধেক স্বপ্ন, অর্ধেক চেতনা।
তবু প্রে্ম, প্রেম চিৎকার চারিধার
ক্লান্ত হবে তুমি।
হঠাৎ দেখবে ঘন আবীরে রাঙ্গা পশ্চিমাকাশ
অথৈ সাগরে প্রতিচ্ছবি ধীরে ধীরে যায় মুছে
পড়ে রয় শুধু রুপালী একরাশ জল টলমল
স্মৃতিচিহ্ন এঁকে।
এত কিছুর পরও যদি বল প্রেম কি তার সংজ্ঞা
তুমি আমার হও বা না হও
একটাই উত্তর- আমি জানি না।