নিবেদন তোমায় প্রিয়তমা
-রেহানুল হক
প্রিয়তমা,
স্বপ্নের ঘোরে হঠাৎ বিদ্যুত চমকের ন্যায় জেগে ওঠা
দুঃস্বপ্নে দেখা তোমার –অতঃপর শুধুই ইতিহাস।
ইলেক্ট্রোম্যগনেটিক প্রক্ষেপণে
আমার দেহ-মনে বেড়ে ওঠা প্রসারিত দৃষ্টি
একটি মসুর বীচির পরিসরেও নিয়ে এল
ছান্দসিক তোমার অপূর্ব গতি,
ঘ্রাণময় তোমার নিখুঁত সৌষ্ঠব
যেন রুপে অপরুপা শায়িত ইউরোপা
ভাঁজে ভাঁজে যার জলময় কামনার হাতছানি।
গেইসারের উৎক্ষেপিত নাইট্রোজেনের ন্যায়
আমার সমগ্র চেতনা লাফিয়ে উঠে দশ কিঃমিঃ
ছড়িয়ে পড়ে দিক-দিগন্ত,
শিরশির করে শিরদাঁড়া
ভালোবাসায় আরক্তিম কম্পিত অধরের ন্যায় প্রশান্ত তুমি
দু’চোখে তোমার একীভূত কাল।
সুন্দরী প্রিয়তমা
তোমার অবিরাম স্পর্শে স্পর্শে পাগল করে তোল আমায়
আর আমি প্রগাঢ় থেকে প্রগাঢ় হতে হতে
জমে গিয়ে যেন হই আইসবার্গ
বুকে যার জমে থাকে অজস্র ফল্গুধারা ভালোবাসার।