কিছু ভুল এবং দীর্ঘ প্রতীক্ষা
-রেহানুল হক
স্মৃতিময় রানস্টোন
আকীর্ণ দূধর্ষ ভাইকিংযের গৌরবগাথা
ওল্ড নর্সের প্রতি লাইনে
আজও তৃষিত হৃদয় স্বপ্ন দেখে
এক পানে চেয়ে থাকা দু’টি চোখের
বীরত্বের গল্পে আজো চাপা পড়ে যা।
উপসাগরীয় স্রোতে ভেসে ভেসে
সুপ্রসিদ্ধ ইল রুট
সারগোসা হয়ে উত্তর আটলান্টিক বা ইউরোপ
কত ইলের আনাগোনা কত না দিন!
অতিশয় দীন একজন
বাঁধ পেরিয়ে বালিতে লুকিয়েও শেষরক্ষা হয়নি
মনে করেছিল কি কেউ?
লিবনিজের নীরব রক্তক্ষরণ
আজো চলে অবিরত
ফোঁটা ফোঁটা কত সমুদ্র
হিসেব রয়েছে বাকি
ভগ্ন হৃদয়ের আর্তনাদ
যুগিয়েছে অট্টহাসির খোরাক কত বিশিষ্টজনের
বাহবা পেল কতজন
পায়নি শুধু লিবনিজ
তবু বলবে কি পৃথিবী বিচক্ষণ!
কি এসে যায়
শুন্য বুলিতে যখন পৃথিবী
ভুল তুমি বুঝলেও
তোমার প্রতীক্ষায় পথ চেয়ে আজও আমি
নাইবা হলো ইতিহাস।