আপেক্ষিক ভালোবাসা
-রেহানুল হক
কমলালেবু রংয়ের রোদে রঞ্জিত তোমার দেহ
আদিগন্ত পৃথিবীর এক রহস্য
অন্ধকার দ্বীপে বাতিঘর তোমার চোখ
হতাশার আলোয় নিমজ্জিত এক মিষ্টি স্বপ্ন
বাঁকা তরবারির মত ধারালো তোমার ভ্রু
সংগ্রামী চেতনায় দূরন্ত বৈশাখ
মৎসকুমারীর জেলীময় অস্থি তোমার দু’বাহু
জীবণের ঘানি টেনে যাওয়ার চূড়ান্ত অভিলাষ
পান্নার মত রক্তিম তোমার ঠোঁট
প্রচন্ড অভিকর্ষজ আসক্তি
তোমার প্রতিটি নিঃশ্বাস যেন হেডাল জোন
নিম্ন তাপ অতি চাপে অপার বিস্ময়-
যার বাসিন্দা শুধু তুমি;
বিস্ময়াভূত কালে বালিঘড়ি তোমার নাভীমূল
অনিঃশেষ প্রেমের হাতছানি
তোমার দু’উরুর সন্ধিক্ষন আগ্নেয়গিরির জ্বালামুক
সর্বগ্রাসী তবু পরম সুখের হাতছানি
দীপ্তিময় অসংখ্য কোষ বৈচিত্রের পুরোধা প্রতিটি রাজ্য
তোমার শিরা-উপশিরা অবারিত প্রণয়ের উপলক্ষ-
যার কেন্দ্রবিন্দু শুধু তুমি।
তোমার যুগল পদচিহ্ন
সভ্যতার সুস্পষ্ট নিদর্শন
তোমার অভিব্যক্তি
চেতনায় প্রথম হাত-খড়ি
তোমার ক্ষিপ্ততা নামান্তর বিনাশের-ই।
সন্দেহ নেই অসংখ্য প্রণয়ী তোমার
ভালোবাসার প্রতিযোগিতায় পরাভূত এই আমি
জানি তুমি ভালোবাস আর কারেও
তবু তোমায় ভালোবাসাই যেন আমার নিয়তি।