শতবর্ষ পেরিয়ে
-রেহানুল হক
শতবর্ষ পেরিয়ে
আজও কতজন যায় আসে
অর্কেষ্ট্রা আর অর্গানোগ্রামের সুরে
ভেসে যায়- কত উপদেশ, কত বাণীর মাঝে
খুঁজে ফেরে জীবণ দর্শন
তবু কেউ কেউ কখনই ফিরে পায় না
জীবণের অর্থ।
ইতিহাস চলে নিজ গতিতে
মনে রাখে কেবল বিজয়ী বীর
আর স্বনামধন্য রাজবংশ
সুরম্য অট্টালিকার প্রতি ইট আর কারুকার্যের ফাঁকে
লুকিয়ে অসংখ্য ক্রন্দন, হাহাকার
আর ক্লান্তির পরিহাস
কেউ মনে রাখে না
তবু কেউ কেউ কখনই ভুলে না
ভুলতে পারে না
ইতিহাসের বিরল বদান্যতায়
যে মাইনারের নাম ভাগ্যক্রমে উঠে এসেছে
গ্রন্থপঞ্জির জীর্ণ পাতায়
ইতিহাসের বিচারে সে শুধুই একজন মাইনার
তবু সেও কারো পিতা
সব কিছু পূর্ণ করেও যে শুন্য করেছে
কাউকে কাউকে!