মুসলমানরা ভীরু না
এ.কে.এম.রেদওয়ানূল হক (নাসিফ)
কি ভাবছো এতো হে বিশ্ব সংসার , মুসলমানরা
ভুলে গেছে তাদের পুরানো গৌরব;
তাই তো অবিচার , অনাচারে , তিলে তিলে করছো
অত্যাচার ,করছো তাদের অকাতরে কতল ।
দিচ্ছো তাদের কষ্ট , নিচ্ছো কেড়ে তাদের প্রাণ
করছো ধ্বংস তাদের ঐতিহ্য;
মনে রেখো সময় কখনো এক থাকে না, তোমরা
থাকবে না আজীবন সমৃদ্ধ !
কেড়ে নিচ্ছো মায়ের কুল থেকে ছোট শিশুকে, চালাচ্ছো
অত্যাচারের ড্রামরোলার তাদের ওপর ;
মনে রেখো হে মানব জাত , সময় তোমাদের বলে ভেবো না
মুসলমানরা হবে না কখনো তৎপর !
কথায় আছে সময় করে না ক্ষমা যে করে
অন্যায় অত্যাচার প্রতিনিয়ত ;
হয়তো একদিন সময় দেখিয়ে দিবে অন্যায়কারী
থাকে না ক্ষমতায় অবিরত !
সেদিন হয়তো সময় ই প্রমাণ করে দিবে , তুমি যে করছো
মুসলমানদের নিয়ে এতো অনাচার;
তোমাদের ও সময় হয়তো সেদিন বুঝিয়ে দিবে সময়
করে না ক্ষমা যারা করে অত্যাচার !
হয়তো ভাবছো করতে পারবে না মুসলমানরা
তোমাদের সাথে কখনো সংঘাত সংঘর্ষ;
তারা নয় এতো অধৈর্যশীল , তারা অপেক্ষায় আছে
সেদিন দেখবে তোমরা তাদের বাস্তব দৃশ্য!
ভাবছো হয়তো মুসলিমরা দুর্বল , তাদের নেই ক্ষমতা
করতে তোমাদের পরাজিত ;
তাইলে মুর্খ তুমি, যত ই হও না কেন জ্ঞানী , মুসলিমরা
রাজ করতো একসময় পুরো বিশ্ব!
খুলে দেখো অতীত ইতিহাস যেখানে চেঙ্গিস খান
অকাতরে করছে হত্যা জনকুল;
তখন কে এসেছিলো বাঁচাতে বিশ্বকে দিতে ফিরিয়ে শান্তি
আবার যার কারণে হেসে ছিলো মানবকুল!
কি ? ভাবছো হয়তো তুমি রয়েছে আমাদের জ্ঞান বিজ্ঞান
এর সমৃদ্ধতা আমরা থাকি চির অজেয়!
তাইলে এক চোখ অন্ধ হয়ে ই কিভাবে বিশ্বকে আবার শান্তি
এনে দিয়েছিলো যিনি রুকনউদ্দিন বাইর্বাস খ্যাত।
ভাবছো আমরা চির অম্লান পারবে না করতে পরাজিত
আমাদের রয়েছে আমাদের অসংখ্য লোক সমুদ্র;
তাইলে মানজিকাটের যুদ্ধে তোমাদের ২লাখ সেনাকে ১৫ হাজার
সৈন্য কিভাবে পরাজিত করে করেছিলো রাজত্ব ।
তোমরা কি ভুলে গেলে তোমাদের অহংকারী
বাইজেন্টাইন সম্রাট রোমানোসকে কথা ;
স্মরণ করো রোমানোসের মতো অন্যায় কে প্রতিহত
করতে একজন "আল্প আরশালান"ই যথেষ্ট।
ভুলে গিয়েছো কি তোমাদের পূর্ব পুরুষ স্পেনে
রাজত্বকারী রডরিকের আত্নদাম্ভিকতা
তাইলে বলি শুনো হে , রডারিক ও করেছিলো
তারিক বিন জিহাদের সম্মুখে নত মাথা ।
তাই হয়ে যেও না অহংকারী, ভেবো না মুসলমানরা দুর্বল
ওরা ভীতু না ওদের রয়েছে সম্মুখে আসার সক্ষমতা,
সময় হলে সেদিন বুঝবে মুসলমানরা ভুলে যায় নি
ওদের পূর্ব পুরুষদের সমৃদ্ধ বীরত্বগাঁথা ।
আমার মুসলমান আমরা নইকো ভীরু, নইকো কাপুরুষ
আমরা অপেক্ষায় আছি সঠিক সময়ের ;
সেদিন দেখবে তুমি, মুসলমানরা আবার ধ্বংস করবে অন্যায়
বিশ্বে করবে কায়েম আল্লাহের আইনের ।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২