টিপু সুলতান
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ
এদেশ আমার , এ ভূমি আমার , যতদিন বেঁচে থাকবো
এই দেশের ভূখন্ডে আমি
কে হে আসছো , ভয় দেখিয়ে রাজত্ব কায়েম করতে ,
পারবে না পরাজিত করতে আমায় তুমি
দেশের জন্য প্রাণ দিবো , দিবো সবকিছু বিসর্জন,
যতসময় হবে না কল্যাণময় আমার জন্মভূমি;
তবু করবো না কো মাথা নত কারো কাছে , হবো না নতজানু
করবো না কখনো আত্নসমর্পণ আমি !
আমি নইকো কাপুরুষ, ভয় করি না কো ;
আমি শত্রুর সাথে করতে সম্মুখ যুদ্ধ
জানি হয়তো মরণ হবে , চলে যাবো আমি , তবু ও
দেশের জন্য থাকবো সর্বদা প্রতিজ্ঞা বদ্ধ
যতদিন বেঁচে থাকবো আমি , পারবে না এই দেশে
করতে রাজত্ব কায়েম তুমি,ওহে বিদেশি;
মনে রেখো একটি বার আমার রক্ত দিয়ে ও হলে রক্ষা
করে যাবো এদেশ সর্বদা আমি !
ভালোবাসি দেশ কে আমি , এই দেশ আমার মা ,
এই দেশ ই আমাকে দিয়েছে পূর্ণতা ;
তাই ভাবি আমি কিভাবে দিবো প্রতিদান দেশকে এই
দেশ পাবে স্বয়ংসম্পূর্ণ তা !
ওহে বিশ্বাসঘাতক মীর সাদিক , কি পেলে তুমি
তোমার দেশের সাথে করে বেঈমানী ;
যাকে পরাজিত করার জন্য পক্ষ নিলে বিট্রিশ দের তারা
কি দেশ মাতার থেকে ও দামী ?
আমি টিপু সুলতান, ভয় করি নি মরণের দেশকে
করতে রক্ষা তথা জনগণের কল্যাণে ;
এজন্য হয়তো জাতি আজ ও আমার জন্য, দিয়েছে
সম্মান রেখেছে তাদের স্মরণে !
করি নি আমি আত্নসমর্পণ শত্রুর করা বুলেটের
সম্মুখদ্বারে দাঁড়িয়ে ছিলাম বীরদর্পে ;
বলবো মরণের আগে শেষবার শেয়ালের মতো একশ বছর বেঁচে
থাকার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা ই শ্রেয় যে।”
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১