নেট জগতে শুধু পড়তে ভাল লাগে, তবে লেখা লিখি খুব
সামান্য কারণটা অনেক বড় ।
এমনিতেই স্বল্প জ্ঞ্রানী তারপরেও লিখতে পারিনা, হাতের লেখা
তেমন ভাল না, যেমন সত্যের চেয়ে মিথ্যা বলার অভ্যাসটি
অনেক বেশী তবে লেখক না !
* আমাকে সাধারণ মানুষ বললেও ভূল হবে কারণ আজকাল
সাধারণ মানুষ গুলো চন্দ্র ,তারা হয়ে দূর আকাশে বসত
গড়েছে আপন মনে, তাও আমার ভাগ্যে জোটেনি !
** আমাকে কৃষক বললেও ঠিক হবে না কারণ আমার জমি নাই,
প্রায় টেলিভিশনে দেখা মিলে এমন ভাষা, কৃষক না বললেও
হ্মেত আমাকে ঠিকই বলছে, তা গালি হিসাবে পরিচিত ।
*** ডাক্তার ইন্জিনিয়ার ও হওয়ার যোগ্যতা হয়নি আমার, যদি
হতো তবে হাতে ছুড়ি নিয়েও টাকা পয়সা আদায় করা যেত ।
অনেক কিছুই এখন সম্ভব শুধু অভাবের তাড়না ।
মানুষ এখন আর মানুষকে ভালবাসতে জানে না, যত টুকু
করছে তা নিজের স্বার্থে যেমনঃ স্বামী স্ত্রীর ভালবাসা এখন
শুধু প্রজননের মূখ্য বিষয় তাই যদি না হতো তবে স্বামীর
হাতে স্ত্রী আর স্ত্রীর হাতে স্বামী নির্মম ভাবে খুন হতো না।
**বন্ধু বান্ধবের ভালবাসা তাও আজ কুলষিত, প্রায় বছর
দশেক আগে এক পত্রিকায় দেখেছিলাম । এক সাংবাদিক
ইউরোপিয়ান
এক মডেলকে জিজ্ঞাসা করেছিল,
আপনার কাছে কে প্রিয় ?
আপনার স্বামী নাকি বন্ধু ?
মডেলের জবাব ছিল এই রকম, নিঃসন্দেহে আমার বন্ধু ।
কারণ জানতে চাওয়া হল,
মডেলের উত্তরঃ- আমার স্বামী কিছু পাওয়ার স্বার্থে আমাকে
ভালবাসে,ক্ন্তি একজন প্রকৃত বন্ধু ভালবাসে মন থেকে, তবে
কোন স্বার্থে নয় ।
কিন্তু এখনকার বন্ধুরাই বন্ধুদের খুন করছে মুভি ষ্টাইলে ।
*মা বাবার ভালবাসা সেতো দায়িত্ব আর তাদের প্রতি আমাদের
ভালবাসা নিঃচ্ছক । কেউ করে তা যেন জগন্যতম, প্রয়োজনের
তুলনায় এক চিমটি, সমাজের লোকে খারাপ ভাব্বে তাই, যদি
এমনটি না হয় তবে আইন করার দরকার ছিল কি ? ।
****বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ****
এই কথাটি বলতে বলতে খড় খাওয়া মহিষের মতো মুখে শুধু
ফেনাই তুলে চলেছি, কাজের কাজ কিছুই নেই । স্বাধীনতা বা
বিজয় দিবসে দেখা যায় অনেক লোক পতাকা নিয়ে ছুটছে
কেউবা হাতে কেইবা গালে আরও কেউবা ধ্বনি তুলে, যদি
স্বাধীনতার অর্থ আমাদের বুঝার হ্মমতা থাকতো তবে আর
কারো রাস্তা কেই রুখে দিত না ।
রাস্তায় মিলতো না কারো গলিত লাশ, ডোবা কিংবা শহরের
অলিতে গলিতে কারো ধর অথবা পায়ের দ্বিখন্ডিত অংশ ।
আমিও বাচতে চেয়েছিলাম এই সমাজে, এই দেশে এই পৃথিবীতে
কিন্তু ওরা আমাকে বাচতে দেয়নি , এমনি ভাবে কথা বলছিল
অকালে দুনিয়া থেকে চলে যাওয়া একটি মৃত কংকাল ।
আমাদের দুজনার মাঝে একটি তারা নিয়ে আমরা খেলছিলাম ।
কত আনন্দে ভরে ছিল আমাদের ভূবন,ভেবে ছিলাম ডাক্তার
ইন্জিনিয়ার নয় মানুষ হিসাবে গড়বো তাকে, কারণ আমাদের
দেশে মানুষের বড়ই অভাব ।
আমার কথা শুনে চমকে গেলেন মনে হয় !! পড়তে গিয়ে গরু
বিষয় রচনা পড়ে পড়ে কত যে মাথা গরম করেছি তার শেষ নেই,
বর্ণনাঃ- গরু আমাদের গৃহ পালিত পশু, দুটি কান একটি নাক,খারা
দুটি শিং পিছনে লম্বা লেজ আরও কত কি ?
কিন্তু এই সমাজে আজ বড়ই জরুরী মানুষ্য বিষয় রচনা নিয়ে
গবেষনা করা,জীবন থাকলে জীব বলে কিন্তু মন না থাকলে
মানুষ হয় কি করে !! বুদ্ধিমত্তা, আত্নসংযোম, বিবেক সবাই তো
জানি তবে তা মেনে চলতে এত অনিহা কেন ?
*** খবরের কাগজ কিংবা নেটে বসলেই দেখা যায়, আমাদের
দেশে খুন, অপহরণ, গুম নিত্যদিনের সমাহার আমরা সবাই
যেন বিবেকের কাছে দায় বদ্ধ কারই কিছু করার নেই, সততা, নিষ্ঠা,একত্বতা সবই মিউজিয়ামে শোভা পাচ্ছে । তাহলে
আমাদের সবার আগে মানষ্য বিষয় রচনার বড়ই প্রয়োজন ।