কবি ঠিকই বলছে।
আমরা বঙ্গালি........
কিন্তু পরিপূর্ণ মানুষ না।
তিন বেলা পেট পুরে খেতে পারলে, একটু সচ্ছল জীবন পেলেই আমাদের আর কিছু লাগেনা।
চারপাশের শত আপরাধ আজ কুপিয়ে হত্যা কাল ধর্ষন কিছুই আমরাদের গায়ে লাগে না। ভাবটা এমন ওরা মরলে মরুক আমরা তো আছি ভালোই।
আরে তিন বেলা পেট পুরে খাবার তো আমাদের পাশের ঘরের কুত্তাটাও খায়। তবুও বাড়িতে উল্টা পল্টা কিছু ঘটলে, কেউ গেইট দিয়ে ঢুকলে তেড়ে আসে বিপদ মুক্ত হওয়ার আগ পর্যন্ত ঘেউ ঘেউ করে।
পেট পুরে খাবারটাই যদি সব হয় তাহলে মানুষ আর পশু পাখির মধ্যে পার্থ্যক্য কোথায়?
এসব দেখলে বংলা আর সমাজ বইয়ে বাঙ্গালীর বীরত্বের ইতিহাস গুলোকে বানোয়াট মনে হয়।
প্রতিবাদ হয়তো সত্যিই হয়েছিল সামনেও হবে কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর।
তারপর আওয়ামীলীগ যাবে বিএনপি আসবে......
হয়তো আবারও গুম, খুন, হত্যা। তারপর আবারও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অপেক্ষা।
এর শেষ কোথায়? আর কতদিন পালাক্রমে চলবে লুটপাট অত্যাচার।
দেশে সততা আর দেশপ্রেমের কি এতোই অভাব? তাহলে কেন উদিত হচ্ছে না নতুন দিনের সূর্য.... কেন হচ্ছে না নব শক্তির উত্থান?
অস্থিরতা ঠেকাতে চাই নতুন দিনের সূর্য।