নামি এক দৈনিক প্রত্রিকায় বিজ্ঞাপন দেখে সেবার এক নামি দামি ম্যানুফ্যাকচার কোম্পানিতে গিয়েছি ইন্টারভিউ দিতে।
ইন্টারভিউ টেবিলে, ম্যানেজার সহ আরও দুএকজন ছিল। ম্যানেজার আমারদিকে একটা সাদা পেজ এগিয়ে দিয়ে বললেন, এখানে আপনার নাম ঠিকানা লিখুন। বাংলা এবং ইংরেজিতে। ম্যানেজার আমার হাত থেকে পেজটা নিতে নিতে বললেন,
--আসলে আমরা একজন ফ্যাক্টরি ইনচার্জ খুজছি।
জী বুঝতে পারছি।
--আমাদের প্রডাক্ট ডেলিভারি, ব্যাংকিং, লেজার সিট তৈরি করা; মানপাওয়ার ম্যানটেইন। মোট কথা পুরা ফ্যাক্টরি দায়িত্ব আপনাকে নিতে হবে।
আশা করি সমস্যা হবে না সামাল দিতে পারব।
--কত চান?
জী মানে আপনাদের রেঞ্জ জানলে ভাল হয়।
-- আমরা ১২০০০ দিতে পারব, এবং আপনাকে কোম্পানির সাথে দুবছের চুক্তি করতে হবে, আমরা আপনাকে কাজ শিক্ষাব। আপনার পিছনে ইনভেষ্ট করব। দুমাস পরে আপনি অন্য কোথাও চলে যাবেন, সেটা হবে না।
ওঃ।
--আর একটা শর্ত আছে।
জী বলুন।
--আপনাকে ৫০০০০ হাজার টাকা জামানত দিতে হবে এবং একজন গ্যারান্টর লাগবে। আপনাকে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হ্যান্ডল করতে হবে, দুর্ঘটনার কথা কে আগে থেকে বলতে পারে বলুন?
আচ্ছা একটা কথা বলুন?
--হ্যা শিয়র।বলুন না।
যদি দুর্ঘটনাই মনে করেন তবে আমার কাছে জামানত আর গ্যারান্টর খুজছেন কেন?
--আসলে আমি ঠিক বলতে পারব না, আমাদের মালিকের অর্ডার, মালিক আমাদের যে ভাবে বলে, আমরা তাই বলি। আপনি আমাদের এখানে জয়েন্ট করতে চাইলে, এভাবেই আসতে হবে।
ওঃ।
আমার মনে হয়, আপনাদের মালিক, ফ্যাক্টরি ইনচার্জ না তার মেয়ের জন্য ইনচার্জ খুজছেন। এবার প্রতিকায় বিজ্ঞাপন দিলে বিষয়টা ক্লিয়ার করে লিখবেন। তাহলে আমার মত যারা আপনার মালিকের মেয়ের ইনচার্জ হতে চায় না। তারা রিক্সা ভারা দিয়ে এখানে আসবে না।
--কি বললেন?
যা বলেছি আশা করি বুঝতে পেরেছেন।