রক্তজবা ও গোলাপ
ভালোবাসার রূপান্তর
তোমার শহরে তুমি বসে আছো,
রক্তজবা হাতে…
আমার শহরে আমি,
একটি গোলাপের বাগান গড়ি—
লাল রঙে রাঙা, নিঃশব্দে ফুলে ভরে।
তুমি একদিন বলেছিলে,
রক্তজবা মানেই চিরন্তন ভালোবাসা,
তোমার অভিমানে লুকোনো ছিল রাগের আগুন,
তবু তার গভীরে ছিল কোমলতা—
একটি হৃদয়ের ডাক।
আমি সেই গুচ্ছ রক্তজবা ভুলে
তোমার হাতে তুলে দেবো হাজারো গোলাপ,
প্রতিটিতে থাকবে আমার নীরব প্রতিশ্রুতি—
ভুলগুলো শুধরে নেওয়ার ইচ্ছা।
তুমি খুঁজে... বাকিটুকু পড়ুন
