প্রতিটা ক্ষেত্রে শুধু ছেলেকেই ভয় দেখানো হয় এই বলে যে-"ভালমত পড়ালেখা করে তাড়াতাড়ি চাকুরী নাও দাদাবাবু। নইলে প্রেমিকার বাচ্চার মামা হতে হবে"
কিন্তু পুঁজিবাদী সমাজ কখনো মেয়েদের ভয় দেখায় না এই বলে যে ছেলেরা মামা হলে মেয়েদেরও প্রেমিকের বাচ্চার আন্টি হতে হবে।প্রেমিকের বাচ্চার আন্টি হওয়ার পর সেই বাচ্চা যখন কোলে পেশাব করে দিবে তখন "কিছু হয় নি" টাইপ হাসি মুখে ঝুলিয়ে রাখতে কি তাদের একটুও কষ্ট হবে না? একটু ও কি আফসোস হবে না এই ভেবে যে-"ইশ! কবুল বলার আগে তো পালিয়ে যেতে পারতাম। এক বেলা না খেয়ে এক বেলা ভর্তা ভাত খেয়ে থাকলেও কোলের বাচ্চাটা তো অন্তত "মা" বলে ডাকতো।"
হৃদয়ঘটিত ব্যাপারগুলো কি শুধু ছেলেদের?
মামা হওয়ার কষ্টের কাছে কি "আন্টি" হওয়ার কষ্ট কিছুই না?
বিয়ে তো তাদের একার হবে না। আমাদের ছেলেদের ও তো বিয়ে হবে নাকি? বিয়ে হলে বাচ্চা কাচ্চাও তো হবে নাকি? বাচ্চা হলে তাদেরকেও "আন্টি" বলে ডাকবে তো নাকি? আন্টি বলে ডাকলে তাদের ও খারাপ লাগবে তো নাকি? নাকি বিয়ে করা থেকে কষ্ট পাওয়া সব দ্বায়ভার ছেলেদের?