একটা সময় ইমো মানেই কল আর বার্তা আদান প্রদানেই সীমাবদ্ধ ছিল। এপ্স কর্তৃপক্ষ বলতে গেলে এক জায়গাতেই আটকে ছিল। প্রথাগত চিন্তার বাইরে এসে গ্রাহকদের নতুন কিছু উপহার দেওয়াতে খুবই ধীরগতি লক্ষ্য করেছি। এই ধীরগতির জন্যই আমরা হারিয়েছি অনেক নামি দামি ব্রান্ড। সেই তালিকাটা অবশ্যই খুব বড় । নোকিয়া থেকে শুরু করে ইকোনো ,সিটিসেল,দেশীয় দোয়েল কম্পিউটার,এখানেই ডট কম সহ নানান প্রতিষ্ঠিত ব্রান্ড।ফ্রি কলিং এপ্সটির বড় গুণ ইউজার ফ্রেন্ডলি।কিন্তু এখনকার সর্বশেষ ইমো আর আগেকার ইমো আপনি ঠিক মেলাতে পারবেন না। এই করোনার সময়টায় যেন তারা নতুন করে নিজেদের জাত চেনাল।আমার ধারণা ইমোর এই বিবর্তন হওয়াটা তাদের টিকে থাকার জন্যই খুব দরকার ছিল।
সর্বশেষ আপডটে হিসাবে তারা পার্টি রুম নামে ফিচার নিয়ে আসল। এটা ফেসবুক রুম ফিচারের কপি পেস্ট বলতে পারেন। ইনস্ট্রাগ্রাম সিইও কেভিন স্ট্ররি ফিচার নিয়ে আসা একটি যুগান্তকারী কাজ ছিল। এখন প্রায় সকল সামাজিক যোগযোগ মাধ্যমে এটি খুব জনপ্রিয়। ইমোও এটি যোগ করেছে। অল্প সময়ে খুব সাড়া পেয়েছে। ইমো সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সে ক্ষেত্রে অনেক বড় সম্ভবনা ইমোর সব সময় ছিল । এখন পোস্ট করা,ভিডিও শেয়ার করা,ফলো করা অবশন গুলো জনপ্রিয়তা অনেক । আমরা যারা একটু গেদারিং পছন্দ করি না ,তাদের জন্য ইমো, ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক সুবিধায় দিচ্ছে।এতে করে নিজের ব্যক্তিগত তথ্য কম মানুষের কাছে যাবে। সাধারণত আমরা আমাদের ফোন নাম্বার নিকট জনদের কাছেই শেয়ার করি । তারা সহজেই ইমোতে কানেক্ট হতে পারছে।এটাই ইমোকে অন্যদের থেকে আলাদা করেছে। ঠিক এই সুযোগটাই ইমো কর্তৃপক্ষ লুপে নিয়েছে। আরও আগেই নেওয়া উচিত ছিল বলে মনে করি।
ভিডিও মার্কেটিং বিপুল সম্ভবনার মার্কেট।ইউটিউবের আইডিয়া নকল করেও তারা সফল। অনেকে আবার টিকটক ,লাইকির মত প্লাটফর্ম এর সাথে তুলনা করে বসে । তাদের ধারণা একদিন টিউটিউব এর চেয়েও জনপ্রিয় হবে । তাদের জন্য সমবেদনা । ইউটিউব ধাচের প্লাটফর্ম বিশ্বে একটিও নেই । তবে ফেসবুক,ইমোদের মত প্লাটফর্মের অভাব নেই। যা বলছিলাম ... এখন ভিডিও মার্কেটিং করে ইনকামের সুযোগ দিচ্ছে ফেসবুক সহ প্রায় সকল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ইমোর ফিচারগুলো সেটাই প্রমাণ করে তারা খুব দ্রুত এই সুযোগও নিয়ে আসবে। দেখা যাক কি হয়। ইমোর তুলনায় হোয়াটসএপ্স পিছিয়ে বলব। নিরাপত্তার ক্ষেত্রে হোয়াটসএপ্স অবশ্যই এগিয়ে তবে ইমোর বর্তমান গ্রাহণদের গোপনীয়তা আগের যে কোন সময়ের চেয়ে ভাল।
ব্লগে এসে হঠাৎই লিখলাম যা মাথায় আসলো। ভুল ধরিয়ে দিলে খুশি হব।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:১৯