ইচ্ছে করে বুকের পৃষ্ঠ ছিঁড়ে সমস্ত যন্ত্রণাকে টেনে বের করি,
উন্নত যোগাযোগের এ যুগেও
সমস্ত দিন কাটাকুটি করে তোমার উদ্দেশ্যে বেনামি একটি পত্র লিখি।
ইচ্ছে করে সমস্ত রৌদ্র প্রখর দুপুর তোমার নাম করে উত্তাপে ছোটাছুটি করি,
একদন্ড বসে মুহূর্তকাল তোমাকে ভাবি।
ইচ্ছে করে তোমার অগোচরে রক্তাক্ত একদিন তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে মরি,
তোমাকে ভেবে শুণ্যতায় ঘরে ফিরি।
ইচ্ছে করে তোমার চোখে তামসী রাতের জোত্সনা দেখি,
পৃথিবীকে একদিন তোমার মতো করে শিখি।
ইচ্ছে করে , ইচ্ছে করে
একদিন গভীর অভিমানে মৃত্যুকে স্পর্শ করি।