হয়ত আর কখনও হবেনা দেখা,
তোর সাথে আমার।
আর কখনো দুহাতে চুল টেনে দিয়ে,
হবেনা বলা তোকে পাগলি।
তখন কেমন হবে বল?
হয়ত আর কখনো হবেনা দেখা,
ঐ মায়া মুখে কেঁদে বেড়াতে তোকে,
তোর রাঙা ঠোঁটে মুখে নিদারুণ অভিমান।
হয়ত আর তুইও আমাকে,
তোর শাড়ির আঁচলে রাখবিনা বেঁধে।
আমারো আর হবেনা হওয়া তোর শখের ঘোড়া,
কখনো আর অকারণে কাঁদানো হবেনা তোকে।
হয়ত দিনগুলি এভাবেই কেঁটে যাবে,
তবু মনে মনে ভেবে যাব আমি তোকে।
তখন শুধু কেঁদে কেঁদে বারেবারে,
বানাবো তোর জলমূর্তি।
তবু জেনে রাখিস তুই,
ভালোবাসি বলেই তোকে আমি এতটা কাঁদাই,
তাইতো আজ কাঁদছি আমি তোকে হারানোর ব্যাথায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮