ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তবু মোরে সিক্ত কোরো রক্তিম আলোয়
পাপ হলে ভয় নাই, পূণ্য হলে ভালোই,
পাপে-পূণ্যের এ দ্বন্দ্ব অতিক্রম করে আমি
অপেক্ষমান গোধূলীবেলায় একটা দিবসযামী,
অশ্রুচোখে নির্বাক, তুমি কিন্তু হেসো-
ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তুমি মোর ধারাবাহিকতায় এসো-
যেখানে বিপর্যস্ত আমি, শৈবালে পিছলে পড়ে আঘাত
সেখানে বাড়িয়ে তৃষ্ণা, এগিয়ে দিও কাব্যময়ী হাত,
আমি তাতে স্নান করবো নিশিদিন
সুখ-দু:খ দু’টোই হবে বিলীন,
অভিমানে নির্লিপ্ত আমি, অদৃশ্যে ভেসে যাবো
তুমি কিন্তু স্রোতেই ভেসো;
ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তুমি মোর বিনিদ্রতায় এসো-
যখন সৌম হবে পূর্ণিমার বিচরণ
যখন সংযত হবে হৃৎপিন্ডের আচরণ,
নির্দয় মৃত্যুসাধনায় উদ্বেলিত আয়ুস্কাল
অন্তর্দ্বন্দ্বে পরিব্রাজক, যখন হবে মাতাল,
তুমি তাতে এলিয়ে শরীর, এলোচুল
খোঁপাতে গুঁজে কন্টকবিহীন শুভ্র ফুল,
দেখতে থাকো আমার শুরু ও শেষও;
ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০