আকুতি
ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তবু মোরে সিক্ত কোরো রক্তিম আলোয়
পাপ হলে ভয় নাই, পূণ্য হলে ভালোই,
পাপে-পূণ্যের এ দ্বন্দ্ব অতিক্রম করে আমি
অপেক্ষমান গোধূলীবেলায় একটা দিবসযামী,
অশ্রুচোখে নির্বাক, তুমি কিন্তু হেসো-
ভালো না হয় না-ই বেসো,
তুমি মোর বেদনা হয়েই এসো;
তবু এসো।
তুমি মোর ধারাবাহিকতায় এসো-
যেখানে বিপর্যস্ত আমি, শৈবালে পিছলে পড়ে... বাকিটুকু পড়ুন