নামে কি আসে যায়, 'কাম'-এর চিন্তা শরীরে
দামের দাবীর ভবিষ্যতটা অচল একটা ঘড়িরে,
রামে কোন 'মহাপুরুষ'! ডানে-বামে নিত্য গীতা
শ্যামের বাঁশীর থোড়াই কেয়ার, আমার চিন্তা হাজার 'সীতা'।
-
ধর্ম এখন কঠিন বর্ম, মাথায় লেখা কাগজে
হালাল-হারাম আপটুডেটেড, বীর্যপাতেই রাগো যে,
কর্ম করেই হলেম গুণী, তাকিয়ে আছো কোথায় কে হে
তোমার দৃষ্টি তোমার কাছেই, আমার দৃষ্টি তোমার দেহে!
-
লক্ষ্য করলে রক্ষে থাকে, এক্কেবারে সঠিক চাল
ভালোবাসা ঠিকই আছে, বাঁধ সেধেছে ধুম্রজাল,
কৃষ্ণলীলে লাঈলী পাগল, যুগলবন্দী নির্বিচারে
উন্মোচিত ভালোবাসা আমি বাসি অন্ধকারে!
-
সুখ দেখা যায় কাপড় খুলে, নির্বিলুপ্ত যুগের প্রথা
নির্বিচারে অঙ্গ দোলে, বাকীর খাতায় সত্য কথা,
আইন এখন 'আঈন-গাঈন', ফাইন না-কি পরকালে
এই চান্সে ইহকালটা নাচায় আমি নিজের চালে!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২