কম্প আয়ুর ক্ষয়
-
বাজে মোর দু'চোখ মাঝে কলঙ্কিনী রাত
বুকের উপর ধুঁকে ধুঁকে শুকনো প্রতিঘাত,
বিরহ মোর আজন্ম সাধ, তবু বিরহতেই ভয়
তাইতো তুমি কলঙ্কিনী, কম্প আয়ুর ক্ষয়।
-
নন্দিত মোর বন্দী সময়, আকাশ দেখে আশা
মিনতি মোর মেঘের প্রতি, জানাও ভালোবাসা,
জানাও তারে বারেবারে চাওয়ার অতিশয়
জানাও সে মোর কলঙ্কিনী, কম্প আয়ুর ক্ষয়।
-
বর্ধিত মোর অর্জিত রাতে ব্যথার আর্তনাদ
কল্পিত মোর গল্পের মতো দুখের প্রতিবাদ,
সঞ্চিত মোর স্বপ্ন মাঝে মধূর পরিণয়
তবুও সে মোর কলঙ্কিনী, কম্প আয়ুর ক্ষয়।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮