
পাকি পশুদের জন্য দোয়া করার আগে একটু পড়ে নিন!
১৯৭১ সালের ২৬ ফেব্রুয়ারি । কমনওয়েলথ একাদশের বিপক্ষে পাকিস্তান একাদশের একটা টেস্ট ম্যাচ হবে ঢাকা স্টেডিয়ামে । দলটি তে একমাত্র বাঙ্গালী খেলোয়াড় এর নাম ছিল " রকিবুল হাসান।" মাঠে সব পাকিস্তানি ক্রিকেটাররা ব্যাট হাতে নামলো । তাদের ব্যাটে তলোয়ারের চিহ্ন আঁকা । বাঙ্গালী রকিবুল একটা দুঃসাহসিক কাজ করলেন । তিনি তার ব্যাটে "জয় বাংলা " লেখা স্টিকার লাগালেন । তিনি মাঠে প্রবেশ করলেন
সেই জয় বাংলা লেখা ব্যাট নিয়ে । তাকে দেখে পুরো গ্যালারি জয় বাংলা জয় বাংলা স্লোগানে ভরে উঠল। হকচকিয়ে গেল পাকিস্তানী টিম ।
প্রথম দিনেই টিম ম্যানেজার বিষয়টি নিয়ে Show cause করেছিলেন। জিজ্ঞাসাবাদ করার সময় ড্রেসিং রুমে বসে থাকা জহির আব্বাস-সাঈদ আহমেদদের মুখে ছিল মুচকি হাসি। তিনি জিজ্ঞেস করলেন, 'তোমার ব্যাটে কি লাগানো?'
স্টিকার।
'তাতে কি লেখা?'
জয় বাংলা।
'এর অর্থ কি?'
বাংলার জয়।
রকিব হাসানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে ওয়ারেন্ট বের হতেও দেরি হয়নি। যে ওয়ারেন্টের বোঝা তাকে বয়ে বেড়াতে হয়েছে মুক্তিযুদ্ধের নয়টি মাস।'
রকিব হাসান খেলার সাথে রাজনীতি মিশিয়েছেন । তাই আমারা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি । আমরা পাকিস্তানের পতাকা আঁকি গালে । কিংবা বলতে দেখি, আফ্রিদি ম্যারি মি । আমরা আমাদের কিংবদন্তীর কথা ভুলে গিয়েছি । আমরা জয় বাংলা খচিত রকিবুলে ব্যাটের কথা ভুলে গিয়েছি।
copied From M Aminur Rahman